• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজ্য সামলানোর পাশাপাশি সিরিয়ালেরও ভক্ত! এই ৫টি বাংলা ধারাবাহিক রোজ দেখেন মুখ্যমন্ত্রী

Updated on:

Chief Minister Mamata Banerjee opens up about her favourite Bengali serial

CM Mamata Banerjee’s Favourite Bengal Serials : ওটিটির যত রমরমাই হোক না কেন, আমাদের মা-ঠাকুমাদের কাছে এখনও বিনোদনের মাধ্যমে মানেই বাংলা সিরিয়াল (Bengali Serial)। সেই জন্য কাজের ফাঁকে সময় পেলেই তাঁরা চোখ রাখেন স্টার জলসা (Star Jalsha), জি বাংলার (Bengali Serial) পর্দায়। তবে আপনি কি জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বাংলা ধারবাহিক দেখতে ভীষণ পছন্দ করেন। পাহাড় সমান কাজের মধ্যে থেকে একটু ফাঁকা সময় পেলেই নিজের পছন্দের সিরিয়াল দেখে নেন তিনি। সম্প্রতি নিজেই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Telly Academy Awards 2023) আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বাংলা টেলি দুনিয়ার একাধিক তারকার হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখানেই নিজের প্রিয় সিরিয়াল নিয়েও কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের শিল্পীদের এত গুণ যে আমার বিশ্বাস খুব শীঘ্রই আমাদের শিল্পীরা মুম্বইয়ের মতো বড় ইন্ডাস্ট্রিতে স্থান করে নেবে। তাঁরা সত্যিই আমাদের গর্বের’।

Mamata Banerjee on Bengali serial controversial content

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমি বহুবার দেখেছি আপনারা অনেক ভাষা সংস্কৃতিকে উদ্বুদ্ধ করেছেন। ‘ইষ্টি কুটুম’এ আমি যেমন দেখেছিলাম গ্রামের ট্র্যাডিশনাল ভাষা বলছেন। ‘অনুরাগের ছোঁয়া’র অনুরাগ তো অবশ্যই হাসি, কান্না, ভালোবাসাও আছে। আর ছোট্ট দু’টি ফুল, বাবারে কী কথা বলে! আর কী সুন্দর অভিনয় করে। আমাদের লাড্ডুও কত ভালো অভিনয় করে’।

আরও পড়ুনঃ অল্প বয়সেই সাফল্যের শীর্যে, ‘অনুরাগের ছোঁয়া’র সোনা-রুপার প্রশংসায় পঞ্চমুখ খোদ মুখ্য়মন্ত্রী

CM Mamata Banerjee praise Anurager Chhowa actress Misheeta Ray Chowdhury and Sristi Majumdar

বর্ণাঢ্য সেই অনুষ্ঠানে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa), ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) থেকে শুরু করে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) একাধিক ধারাবাহিকের নাম শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। শুধু এটুকুই নয়, কোন সিরিয়ালে এখন কীসের ট্র্যাক চলছে সেটাও তাঁর জানা। নতুন শুরু হওয়া একাধিক বাংলা ধারাবাহিকের প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নতুন নতুন অনেক ধারাবাহিক, সে ‘জগদ্ধাত্রী’ই বলুন, ‘নিম ফুল’ই বলুন, ‘অনুরাগের ছোঁয়া’ বলুন, ‘গুড্ডি’ বলুন এদের দ্বৈত চরিত্র চরিত্র দারুণ। ‘রামপ্রসাদ’ হিসেবেও সব্যসাচীও তুলনা হয় না। সবাই এত ভালো কাজ করেন’।

আরও পড়ুনঃ সূর্যর হাতে মার খেতেই ভালোবাসা উধাও, এবার ব্যাগ গুছিয়ে পালাচ্ছে মিশকা! ফাঁস ধুন্ধুমার পর্ব

Guddi and Ramprasad, Mamata Banerjee favourite Bengali serial

মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিন যদি দেখতে না পাই তাহলে ভাবতে থাকি পরের দিন কী হবে’। এরপর কিছুটা মজার সুরে তিনি বলেন, ‘আর আপনাদের তো আর একটা জিনিস রয়েছেই। একজনের তিনটে বিয়ে হচ্ছে। আর একটা কুটকচালিও থাকবে…’। ইতিবাচককে নেতিবাচক করে ধারাবাহিককে আরও একটু বাড়ানো। আমি এখন দেখলেই বুঝতে পারি এখন কী হতে চলেছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥