• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গিনির গয়না কেড়েও শখ মেটেনি, এবার সম্পত্তি চাই রূপের! ফাঁস ‘ইচ্ছে পুতুল’ এর আগাম পর্ব

Published on:

Rup gives mental pressure on Gini Iccheputul serial new update

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial ) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) প্রতিটা পর্বই এখন মন ছুয়ে যাচ্ছে দর্শকদের। সদ্য এই সিরিয়ালে এসেছে বিশাল বড় চমক। রূপের (Rup) সাথে বিয়ের পরেই গিনি (Gini) বুঝতে পেরেছে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। কিন্তু চাইলেও এখন সে নিজের ভুল শুধরে নিতে পারছে না।

লম্পট রূপের সাথে সাথেই সমানতালে গিনির ওপর চাপ সৃষ্টি করে চলেছে তার শ্বাশুড়ি শালিনী।  তাই বিয়ের পরেই রূপ নিজের দাঁত-নখ বার করে দিলেও রূপের মা সেটা মেকাপ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টায় রয়েছে। শুধু তাই নয় তিনি সারাক্ষণ মিষ্টি সুরে গিনিকে বুঝিয়ে যাচ্ছেন এই বাড়ির কথা যেন সে কখনো নিজের বাপের বাড়িতে না জানায়। তাহলে তিনিও নাকি রূপের মতোই খারাপ হয়ে যাবেন।

Iccheputul serial Rup's mother Shalini warns Gini

এসবের মধ্যেই গত পর্বে দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে ফুল কিনে আসার সময় কাকতালীয়ভাবেই মেঘের সাথে ধাক্কা লেগে গিয়েছিল গিনির। আর শুনতে অবাক লাগলেও এই প্রথম গিনি মেঘের সাথে কোন খারাপ ব্যবহার করিনি।উল্টে তার পড়াশুনা এবং গানের খবর নিতে দেখা যায় গিনিকে। যা দেখে বেশ অবাক হয় মেঘ।

আরও পড়ুনঃ দীপা না ফুলকি? পুজোর আগেই ওলটপালট TRP তালিকা, সবাইকে চমকে বেঙ্গল টপার এই সিরিয়াল

এছাড়া এদিন গিনির গায়ের  ক্ষত চিহ্নগুলো দেখার পর থেকে বেশ চিন্তায় রয়েছে মেঘ। কিন্তু এই অবস্থায় সে কি’ই বা করতে পারে? সেটাই বুঝতে পারছে না। অন্যদিকে এদিন বাড়ি ফিরে এসে মেঘ তার বাপিকে জানিয়ে দেয় সে ১০ হাজার টাকা নিয়েছিল নীলকে ফেরত দেওয়ার জন্য।

আরও পড়ুনঃ লোকে ভাবে আমি অহংকারী! পর্দায় দজ্জাল হলেও বাস্তবে কেমন ‘রূপের মা’? নিজেই জানালেন মালবিকা

Rup gives mental pressure on Gini Iccheputul serial new update

কারণ এত অপমান করার এখন মেঘ কলেজে টপ করায় নীল আবার তার ক্ষমা চাইছে আর তার প্রতি গদগদ ব্যবহার করছে। এদিন নীল মেঘের হয়ে তার কলেজের বন্ধুদের ট্রিট দিয়েছিল ১০ হাজার টাকা দিয়ে। তাই সেই টাকাটা মেঘ এদিন  নীলকে ফিরিয়ে দিয়ে তার মুখের ওপর যোগ্য জবাব দিয়ে এসেছে।

যা শুনে দারুন খুশি হয় মেঘের বাপি অনিন্দ্য বাবু। এবার আগামী পর্বেই দেখা যাবে গিনির কাছে রূপ  শর্ত দেবে সে যদি তার ড্যাডকে তার সম্পত্তির অর্ধেক তার নামে লিখে দিতে রাজি করাতে পারে, তাহলে সে আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না বলে কথা দেয়। রূপের মুখে এ কথা শুনে অবাক হয়ে যায় গিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥