• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার দিন শেষ, শীঘ্রই আসছে ‘পঞ্চায়েত সিজেন ৩’! রিলিজের দিনক্ষণ নিয়ে ‘সুখবর’ দিলেন অভিনেতা

Published on:

Chandan Roy reveals the release date of Panchayat 3 web series

Panchayat Season 3 Release Date : অ্যামাজন প্রাইমের (Amazon Prime) ‘পঞ্চায়েত’ (Panchayat) সিরিজটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। জীতেন্দ্র কুমার, নীনা গুপ্তা অভিনীত এই ওয়েব সিরিজের (Web Series) ক্রেজ ব্যাপক। প্রথম দু’টি সিজন আকাশছোঁয়া সাফল্য পাওয়ার পর এখন তৃতীয় সিজন রিলিজের তোরজোড় করছেন নির্মাতারা। অপরদিকে দর্শকরাও সচিব জি, রিঙ্কি, প্রধান জি-দের পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি ‘পঞ্চায়েত’ অভিনেতা নিজেই জানিয়ে দিলেন, কবে রিলিজ করবে ‘পঞ্চায়েত ৩’ (Panchayat 3)

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা চন্দন রায় (Chandan Roy)। দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘বিকাশ’ নামেই বেশি। ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজে সচিব জি-র সহায়ক হিসেবে দেখা মিলেছে তাঁর। ‘বিকাশ’ চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে ব্যাপক ভালোবাসাও পেয়েছেন এই অভিনেতা।

Panchayat, Chandan Roy on Panchayat 3 release date

এখন অবশ্য চন্দন নিজের সিনেমা ‘চম্পারণ মটন’ নিয়ে ব্যস্ত আছেন। সেই ব্যস্ততার মাঝেই ‘পঞ্চায়েত’ প্রেমীদের সিজন ৩ রিলিজ (Release Date) হওয়া নিয়ে একটি বিরাট সুখবর দেন অভিনেতা। কবে রিলিজ করবে জনপ্রিয় এই ওয়েব সিরিজের নতুন সিজন তা জানিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ শাহরুখের দেখাদেখি ভোলবদল! ন্যাড়া মাথা সালমানকে দেখে চমকে উঠলেন ভক্তরা

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় চন্দন বলেন, ‘পঞ্চায়েত ৩’তে মোট ৮টি এপিসোড থাকবে। এর মধ্যে ৫টি এপিসোডের শ্যুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি রয়েছে ৩টি। এখন বর্ষাকালের জন্য শ্যুটিং বন্ধ আছে। তবে বৃষ্টি-বাদলের মরসুম বিদায় নিলেই ফের শুরু হয়ে যাবে কাজ।

আরও পড়ুনঃ সাউথকে টেক্কা দিতে তৈরী! ‘ফেলুদা’ ইন্দ্রনীলের বিপরীতে ভিলেন হচ্ছেন ‘বাহুবলী’ অভিনেতা

Panchayat, Chandan Roy on Panchayat 3 release date

চন্দন জানিয়েছেন, ভোপালের কাছে সিহোরে শ্যুটিং হয় ‘পঞ্চায়েত’র। বর্ষার মরসুম শেষে ফের পুরো কাস্ট সেখানে পৌঁছে যাবে এবং বাকি ৩ পর্বের শ্যুটিং শুরু করে দেবে। পাশাপাশি অভিনেতা এও জানিয়েছেন, আগামী বছর জানুয়ারি মাসের শেষের দিকে রিলিজ করবে ‘পঞ্চায়েত’র নতুন সিজন। নববর্ষের উপহার স্বরূপ দর্শকদের ‘পঞ্চায়েত ৩’ দেবেন নির্মাতারা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘পঞ্চায়েত ৩’র রিলিজ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। নতুন সিজনে কোন চমক দেন নির্মাতারা আপাতত সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥