• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ-সলমনকে টেক্কা! বুর্জ খলিফায় ভেসে উঠল যীশুর মুখ, ভিডিও দেখে গর্বিত আপামর বাঙালি

Published on:

বুর্জ খলিফায় যীশু সেনগুপ্তর ছবি, Jisshu Sengupta featured in Spactacular Burj Khalifa Curtain Raiser Video

টলিউডের গণ্ডি পেরিয়ে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এখন জাতীয় স্তরের অভিনেতা হয়ে উঠেছেন। বলিউড থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি- সর্বত্র অবাধ বিচরণ তাঁর। সেই সঙ্গেই সমানতালে চলছে বাংলা ছবির কাজ। সম্প্রতি সেই অভিনেতার মুকুটেই জুড়ল নয়া পালক। যা দেখার পর গর্বে বুক ভরে গিয়েছে যীশুর সকল অনুরাগীর।

সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ বহুতল বুর্জ খলিফায় (Burj Khalifa) ভেসে উঠলো এই বাঙালি অভিনেতার মুখ। যে আইকনিক বিল্ডিংয়ে শাহরুখ খানের সিনেমার ট্রেলার লঞ্চ করা হয়, সেখানে সম্ভবত প্রথম টলিউড (Tollywood) তারকা হিসেবে ফিচার হলেন যীশু। সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলেন ‘দশম অবতার’ তারকা।

Jisshu Sengupta

সেলিব্রিটি ক্রিকেট লিগের দশম সিজনের (Celebrity Cricket League 2024) কার্টন রাইজার উপলক্ষ্যে মরু শহর দুবাইয়ে পৌঁছেছিলেন বিনোদন ইন্ডাস্ট্রির একাধিক তারকা। করোনার কারণে ৪ বছর বন্ধ ছিল সিসিএল। ২০২৩ সালে পুনরায় শুরু হয় দেশের চলচ্চিত্র এবং টেলিভিশন তারকাদের নিয়ে তৈরি এই অপেশাদার ক্রিকেট লিগ। সিসিএল ১০-এর লঞ্চ উপলক্ষ্যে দুবাইয়ে একত্র হয়েছিলেন আল্লু অর্জুন, সোনু সুদ, কিচ্চা সুদীপ, সোহেল খান, যীশু সেনগুপ্তরা।

 আরও পড়ুনঃ পরিচালনায় সেরা বাঙালিরাই,, জিতেছে সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার, সত্যজিৎ-র সাথে নাম দেখে গর্বিত সৃজিত

সিসিএল ১০-এর (CCL 10) গ্র্যান্ড লঞ্চের দিন টুর্নামেন্টের প্রোমো দেখানো হয় বুর্জ খলিফায়। সেখানেই বেঙ্গল টাইগার্সের দলের মুখ হিসেবে ভেসে ওঠে ক্যাপ্টেন যীশু সেনগুপ্তের মুখ। এদিকের অনুষ্ঠানে ডেনিম, সাদা রঙের টি-শার্ট এবং কালো ব্লেজারে উপস্থিত হয়েছিলেন বাঙালি অভিনেতা। তিনি বলেন, ‘সিসিএলের দশম সিজন এবং তার কার্টেন রাইজার অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। এর থেকে বড় কিছু আর হতে পারে না। দারুণ শুরু’।

Jisshu Sengupta

প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে দুবাই ও শারজায় অনুষ্ঠিত হবে সিসিএল ১০। বেঙ্গল টাইগার্স দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে যীশুকে। তিনি ছাড়া বাংলার টিমে অংশ নেন ইন্দ্রাশিস রায়, রাহুল মজুমদার, উদয় প্রতাপ সিংয়ের মতো তারকারা।

আরও পড়ুনঃ ৩৫ বছর স্বামীর থেকে আলাদা, শানু-উদিতের সঙ্গে প্রেম! অলকা ইয়াগনিকের জীবন কাহিনীই যেন সিনেমা


বেঙ্গল টাইগার্স সহ মোট ৮টি দল অংশ নেয় সেলিব্রিটি ক্রিকেট লিগে। চেন্নাই রাইনোস, মুম্বই হিরোজ, পাঞ্জাব দে শের, কেরালা স্টাইকার্স, তেলেগু ওয়ারিয়রর্স, ভোজপুরী দাবাংস এবং কর্ণাটক বুলডোজার টিমকে খেলতে দেখা যাবে এই প্রতিযোগিতায়। তারকা ভার্সেস তারকার এই লড়াইয়ে শেষ অবধি ট্রফি কাদের হাতে ওঠে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥