• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিচালনায় সেরা বাঙালিরাই,, জিতেছে সবচেয়ে বেশি জাতীয় পুরস্কার, সত্যজিৎ-র সাথে নাম দেখে গর্বিত সৃজিত

Updated on:

India in Pixels Shows Bengalis Have won most National Awards fir Direction Proudly Shared by Srijit Mukherjee

টলিউড ইন্ডাস্ট্রির প্রখ্যাত পরিচালকদের মধ্যে একজন হলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। দর্শকদের একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। সৃজিতের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকা। এবার সেই পরিচালকই জাতীয় পুরস্কারের (National Award) মঞ্চে বাঙালি পরিচালকদের আধিপত্য প্রসঙ্গে মন্তব্য করলেন।

বর্তমানে অনেকেই দাবি করেন, বাংলা সিনেমা এখন ধুঁকছে। সিনেমাহল ভরানোর জন্য রীতিমতো অনুরোধ করতে হয় অভিনেতা-অভিনেত্রী, পরিচালকদের। বাঙালি চলচ্চিত্র নির্মাতারা (Bengali Film Director) নাকি এখন তেমন ভালো ছবি বানাতেই পারেন না! এমন নানান দাবি শোনা গেলেও, তথ্যপ্রমাণ কিন্তু একেবারে  উল্টো কথা বলছে। বরং তথ্যপ্রমাণের নিরিখে, জাতীয় পুরস্কারের মঞ্চে পরিচালনা বিভাগে কিন্তু সবচেয়ে এগিয়ে আছে বাংলাই।

Srijit Mukherji on Bengali directors winning most National Awards

সম্প্রতি ইন্ডিয়া ডট ইন ডট পিক্সেলের তরফ থেকে ভারতের একটি ম্যাপের ছবি শেয়ার করা হয়েছে। সেখানে রাজ্য অনুযায়ী ভাগ করে দেখানো হয়েছে, কোন রাজ্যের পরিচালকরা (Director) সবচেয়ে বেশিবার জাতীয় পুরস্কার জিতেছেন। আর সেই বিষয়ে সবচেয়ে এগিয়ে আছে টলিউড (Tollywood) তথা পশ্চিমবঙ্গের পরিচালকরা (Tollywood Director)।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই বড় চমক, ফুলকি জগদ্ধাত্রীকে চ্যালেঞ্জ ‘গীতা LLB’র! দেখুন চমকে দেওয়া TRP তালিকা

১৯৬৭ থেকে ২০২১ সালের তথ্য নিয়ে এই ম্যাপ বানানো হয়েছে। সেই ম্যাপে দেখা যাচ্ছে, সেরা পরিচালনা বিভাগে বাঙালি পরিচালকরা ২১টি জাতীয় পুরস্কার জিতেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে মালায়ালি পরিচালকরা। তাঁরা ১৪টি পুরস্কার জিতেছেন। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে মারাঠি (৪.৫টি) , তামিল (৪টি) এবং গুজরাটি (৩টি) পরিচালকরা। কন্নড় এবং কাশ্মীরি ইন্ডাস্ট্রির পরিচালকরা পেয়েছেন ২টি করে জাতীয় পুরস্কার এবং পাঞ্জাব, অহমিয়া এবং মধ্যপ্রদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালকরা জিতেছেন ১টি করে পুরস্কার।

Srijit Mukherji on Bengali directors winning most National Awards

সেরা পরিচালক বিভাগে বাংলার ২১টি জাতীয় পুরস্কারের মধ্যে ৬টি জিতেছেন সত্যজিৎ রায়। মৃণাল সেন, অপর্ণা সেন এবং গৌতম ঘোষ যথাক্রমে ৪টি, ২টি এবং ২টি করে পুরস্কার পেয়েছেন। ঋতুপর্ণ ঘোষ এবং বুদ্ধদেব দাশগুপ্তও দু’টি করে জাতীয় পুরস্কার জিতেছেন। অপরদিকে উৎপলেন্দু চক্রবর্তী, তপন সিনহা এবং সৃজিত মুখোপাধ্যায় জিতেছেন একটি করে জাতীয় পুরস্কার।

আরও পড়ুনঃ বিয়ের দু’মাসের মাথাতেই এল সুখবর! ছবি ভাইরাল হতেই সন্দীপ্তাকে শুভেচ্ছায় ভরালো ভক্তরা

‘চতুষ্কোণ’ ছবির জন্য সেরা পরিচালক বিভাগে জাতীয় পুরস্কার জিতেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এদিন তিনি পোস্টটি শেয়ার করে লেখেন, ‘সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি এমন একটি পোস্ট দেখো, তাহলে মনে হয় এখান মরে গেলেও আর কোনও আক্ষেপ থাকবে না। মনে হবে, সফরটা সফল হয়েছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥