Brain Teaser : বর্তমান ইন্টারনেটের যুগে সবার হাতেই স্মার্টফোন। মোবাইলে সর্বদাই সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ব্যস্ত সকলে। আর সেখানেই নানা ধরণের ধাঁধা ভাইরাল (Viral Optical Illusion) হতে দেখা যায়। যেগুলো দেখে সহজ মনে হলেও আসলে কিন্তু বেশ বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হয়। এতে করে যেমন একটা চ্যালেঞ্জিং ফিলিং আসে তেমনি বেশ মজারও বটে। তাই আজ আমরা আপনাদের জন্য নতুন ধাঁধা নিয়ে হাজির হয়েছি।
কথায় বলে একটা ছবি একবার দেখলেই অনেক কিছু বলে দেওয়া যায়। তাহলে আজ আপনাদের জন্য চ্যালেঞ্জ রইল ছবি নিয়েই। ছবিতে এক হাসপাতালের দৃশ্য দেখা যাচ্ছে। ছবির পিছনের কাহিনী হল। ৭ দিন আগে এক ব্যক্তি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কিন্তু লোকটির এক স্ত্রী আছে যে কিনা গর্ভবতী। আর তার স্ত্রীর শীঘ্রই বাচ্চা হতে চলেছে।
কিন্তু মুশকিল হল ছবির যেমনটা দেখা যাচ্ছে এক জন নয় তিন জন গর্ভবতী মহিলা ওই ব্যক্তির কাছে এসে দাঁড়িয়ে আছে। আর সকলেই নিজেকে ওই ব্যক্তির স্ত্রী বলে দাবি করছে। এবার আপনাকে খুঁজে বের করতে হবে কে এই ব্যক্তির আসল স্ত্রী? এর জন্য আপনাকে বা বুদ্ধি খাটিয়ে উত্তর বের করতে হবে। যেটা প্রমাণ করে দেবে আপনি সত্যিই জিনিয়াস।
ভাবছেন এই ধাঁধার উত্তর কি হবে? আসলে এমন ধরণের ছবি মানুষের মন যাতে বুঝতে না পারে তার জন্যই তৈরী। তবে খুঁটিয়ে লক্ষ্য করলে ছবিতেই কিছু হিন্ট পাওয়া যাবে। যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে ওই ব্যক্তির আসল স্ত্রী কে। আর এই কাজটি করার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় থাকবে আপনার কাছে।
পেয়েছেন উত্তর? যদি সত্যিই আপনি উত্তর পেয়ে গিয়ে থাকেন তাহলে আপনি জিনিয়াস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া আপনার নজর এর প্রশংসা করতেই হয় কারণ তীক্ষ্ণ নজর না থাকলে যে সুক্ষ হিন্ট গুলো দেখায় যাবে না। চলুন এবার যারা পারেননি তাদের জন্য উত্তরটা দেখে নেওয়া যাক। আর যারা পেরেছেন তারা নিজেদের উত্তরটা মিলিয়ে নিন।
এই ধাঁধার উত্তর হল সবুজ পোশাক পড়া মহিলা। কারণ ওই মহিলা জুতো পড়েননি। প্রেগনেন্ট হওয়ার কারণেই নিচে ঝুকে জুতো পড়তে পারেন নি। তাই জুতোর লেস খোলা রয়েছে। কিন্তু বাকিরা দিব্যি সুন্দর করে জুতো পরে রয়েছে। এছাড়াও ছবিতে ভালো করে দেখলে বুঝতে পারবেন একমাত্র সবুজ পোশাকের মহিলাকেই চিন্তিত দেখাচ্ছে। তাই এটাই হল সঠিক উত্তর।