• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চশমা পরেও খুঁজে পায় না! ৮ সেকেন্ডে দুটো ছবির মধ্যে পার্থক্য খুঁজে পারলে আপনি মশাই জিনিয়াস

সোশ্যাল মিডিয়ার (Social Media) এই যুগে রোজই কোনও না কোনও ব্রেন টিজার (Brain Teaser) ভাইরাল (Viral) হতে দেখা যায়। মানুষের একঘেয়েমি দূর করতে এগুলির চেয়ে ভালো বিকল্প খুব কমই আছে। এমন অনেক মানুষ রয়েছেন যারা নিয়মিত ব্রেন টিজার সমাধান করতে খুব ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। আজ আপনার জন্য এমনই একটি ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা।

বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত ব্রেন টিজার সমাধান করার প্রচুর সুফল আছে। এতে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতার উন্নতি হয়। পাশাপাশি আইকিউ লেভেল এবং দৃষ্টিশক্তির প্রখরতাও যাচাই করে নেওয়া যায়। যে যত তাড়াতাড়ি ব্রেন টিজার সমাধান করতে পারে তাঁর আইকিউ লেভেল এবং দৃষ্টিশক্তি ততটাই প্রখর বলে বিবেচিত হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

   

Brain teaser, Brain teaser find the difference, Brain teaser find the difference between two girls

আজকের প্রতিবেদনে যে ব্রেন টিজারটি নিয়ে আসা হয়েছে, সেখানে পাশাপাশি দু’টি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দু’টি ছবিতেই দেখা যাচ্ছে, একটি মেয়ে (Girl) গালে হাত দিয়ে একদৃষ্টে বার্গার এবং কোল্ড ড্রিঙ্কসের দিকে তাকিয়ে রয়েছে। আপাতদৃষ্টিতে দু’টি ছবিকে একই মনে হবে। তবে আদতে এমনটা নয়। একই দেখতে এই দুই ছবির মধ্যে রয়েছে ৩টি পার্থক্য (Difference)। সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ আর ধ্যাষ্টামো নয়! বেকার তকমা ঘুচিয়ে পুলিশ হয়ে চমকে দিল চয়ন, নেটপাড়ায় ভাইরাল ছবি

এখন নিশ্চয়ই ভাবছেন, এই ব্রেন টিজার সমাধান করার জন্য কতক্ষণ সময় রয়েছে আপনার কাছে? তাহলে বলে রাখি, এই চ্যালেঞ্জ সমাধান করতে ঘড়ি ধরে ৮ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে দুই ছবিতে থাকা ৩টি পার্থক্য খুঁজে পেতে ব্যর্থ হয়েছে অধিকাংশ মানুষ। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

আরও পড়ুনঃ দর্শকরাই পরকীয়া-বহুবিবাহ দেখতে ভালোবাসে! বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক সোনালি

Brain teaser, Brain teaser find the difference, Brain teaser find the difference between two girls

৮ সেকেন্ডের মধ্যে আপনি এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করে ফেললে আপনার দৃষ্টিশক্তির এবং বুদ্ধি যে বেশ প্রখর তা মেনে নিতেই হয়। কিন্তু যদি নির্ধারিত সময়ের মধ্যে ৩টি পার্থক্য খুঁজে না পেয়ে থাকেন তাহলেও হতাশ হবেন না। কারণ আমরা আপনার জন্য সেগুলিকে হাইলাইট করে দিচ্ছি। উপরের ছবিতে লাল বৃত্তগুলির দিকে তাকালেই আপনি দুই ছবির মধ্যেকার তিনটি পার্থক্য দেখতে পেয়ে যাবেন।