• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পারলে জিনিয়াস না হলে বোকা! দেখুন তো ৮ সেকেন্ডে দুটো ছবির মধ্যে ৩টে পার্থক্য খুঁজে পান কি না?

Brain Teaser Find the Difference : সোশ্যাল মিডিয়ায় নিত্য দিনই কোনও না কোনও ব্রেন টিজার (Brain Teaser) ভাইরাল হতে দেখা যায়। মানুষের একঘেয়েমি দূর করায় এগুলির জুড়ি মেলা ভার। সেই জন্যই ১৩ থেকে ৮৩, আস্তে আস্তে সবার ভীষণ পছন্দের হয়ে উঠছে এই ধাঁধাগুলি। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

ব্রেন টিজারের বিভিন্ন রকমের ধরণ হয়। কোনও ছবিতে কিছু খুঁজে বের করতে হয়, কোনও ছবিতে সঠিক উত্তর দিতে হয়, কোনোটিতে আবার পার্থক্য (Difference) নিরূপণ করতে হয়। তবে বিশেষজ্ঞরা বলেন, চ্যালেঞ্জ যাই হোক না কেন, নিয়মিত ব্রেন টিজার সমাধান করার একাধিক গুণাগুণ থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

   

Brain teaser, Brain teaser rabbit, Brain teaser find the difference between the rabbits

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ব্রেন টিজার বেশ ভাইরাল (Viral) হয়েছে। সেই ধাঁধায় পাশাপাশি দু’টি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দু’টি ছবিতেই দেখা যাচ্ছে, একটি কার্টুন খরগোশ (Rabbit) দৌড়চ্ছে। আপাতদৃষ্টিতে দেখলে দু’টি খরগোশকে একই মনে হবে। তবে আদতে এমনটা নয়। প্রায় ৯০% এক দেখতে এই দুই খরগোশের মধ্যেই রয়েছে ৩টি পার্থক্য। ৮ সেকেন্ডে সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ জিনিয়াস হলে খুঁজে দেখান! দুই ম্যাজিশিয়ানের মধ্যে ৮টি পার্থক্য বের করতে পারেন কিনা দেখুন তো

ভাইরাল এই ব্রেন টিজার সমাধান করার জন্য ঘড়ি ধরে ঠিক ৮ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে এই ধাঁধা সমাধান করতে ব্যর্থ হয়েছে প্রত্যেকে। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

আরও পড়ুনঃ চশমা পরেও খুঁজে পায় না! ৮ সেকেন্ডে দুটো ছবির মধ্যে পার্থক্য খুঁজে পারলে আপনি মশাই জিনিয়াস

Brain teaser, Brain teaser rabbit, Brain teaser find the difference between the rabbits

৮ সেকেন্ডের মধ্যে আপনি যদি দু’টি ছবির মধ্যেকার ৩টি পার্থক্য খুঁজে বের করতে পারেন তাহলে মেনে নিতেই হবে আপনি একজন জিনিয়াস। তবে না পেলেও মন খারাপ করবেন না। কারণ আমরা লাল বৃত্তের মাধ্যমে পার্থক্যগুলিকে হাইলাইট করে দিচ্ছি। সেগুলির দিকে তাকালেই এবার আপনি বুঝে যাবেন দু’টি ছবি একে অপরের থেকে ঠিক কোথায় আলাদা।

site