• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দম থাকলে খুঁজে দেখান! ১৩ সেকেন্ডে দু’টি ছাগলের মধ্যে ৩টি পার্থক্য খুঁজতে পারলে আপনি জিনিয়াস

Updated on:

Brain teaser can you find 3 differences between the two goats within 13 seconds

Optical Illusion : প্রযুক্তির এই যুগে সারাক্ষণ মানুষ মোবাইলে (Mobile Phone) মুখ গুঁজে বসে থাকে। প্রিয় ধারাবাহিক দেখা থেকে শুরু করে কোনও ধাঁধা সমাধান করা সব কিছুর জন্য ভরসা হাতের মুঠোফোন। সোশ্যাল মিডিয়াতেই দিনের বেশিরভাগ সময় এখন ব্যয় করেন অধিকাংশ মানুষ। কেউ কেউ আবার নেটমাধ্যমে ভাইরাল হওয়া ব্রেন টিজারের (Brain Teaser) পিছনে বেশ খানিকটা সময় খরচ করেন।

প্রায় প্রত্যেকদিনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিত্যনতুন ব্রেন টিজার ভাইরাল (Viral) হতে দেখা যায়। মানুষের একঘেয়েমি দূর করায় এগুলি সিদ্ধহস্ত। সেই জন্য ১৩ থেকে ৮৩, সকলের ভীষণ পছন্দ এগুলি। এমন অনেক মানুষ আছেন যারা এগুলিকে একটি চ্যালেঞ্জের মতো দেখেন। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা।

Brain teaser, Brain teaser Goat, Brain teaser difference between the Goats

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ব্রেন টিজার ব্যাপক ভাইরাল হয়েছে। তা সমাধান করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে নেটিজেনদের একটি বৃহৎ অংশের। ভাইরাল হওয়া সেই ধাঁধায় পাশাপাশি দু’টি ছাগলকে (Goat) দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এক ঝলক দেখলে দু’টি ছবিকে একই মনে হবে। তবে আসলে এমনটা নয়। দু’টি ছবির মধ্যে রয়েছে ৩টি পার্থক্য (Difference)। সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ বাপুজি কেক, মোমবাতি দিয়ে জন্মদিন! অরিজিৎ সিংয়ের গোপন কাহিনী জানালেন ‘শ্রীকান্ত’ অভিনেতা

আলোড়ন সৃষ্টিকারী এই ব্রেন টিজার সমাধান করার জন্য ঘড়ি ধরে ঠিক ১৩ সেকেন্ড বেঁধে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে মাত্র ১% মানুষ ধাঁধাটি সমাধান করতে সক্ষম হয়েছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

আরও পড়ুনঃ চশমা পরেও খুঁজে পায় না! ১০ সেকেন্ডে দুই ছবির মধ্যে থাকা ২টি পার্থক্য খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Brain teaser, Brain teaser Goat, Brain teaser difference between the Goats

১৩ সেকেন্ডের মধ্যে আপনি যদি দু’টি ছাগলের মধ্যে ৩টি পার্থক্য খুঁজে পেয়ে থাকেন তাহলে মানতেই হবে আপনার দৃষ্টিশক্তি একেবারে বাজ পাখির মতো প্রখর। কিন্তু খুঁজে না পেলেও কপাল চাপড়াবেন না। কারণ আমরা লাল বৃত্তের মাধ্যমে পার্থক্যগুলিকে হাইলাইট করে দিচ্ছি। সেগুলির দিকে তাকালেই বুঝে যাবে দু’টি ছবি একে অপরের থেকে ঠিক কোথায় আলাদা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥