ইন্টারনেটের এই যুগে রোজই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ব্রেন টিজার (Brain Teaser) ভাইরাল হতে দেখা যায়। মানুষের একঘেয়েমি দূর করায় এগুলি সিদ্ধহস্ত। সেই জন্যই তো ১৩ থেকে ৮৩, সবার মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক। আজ আপনার জন্য এমনই একটি ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা।
ব্রেন টিজারের নানান রকমের ধরণ হয়। কোনোটিতে সঠিক জবাব দিতে হয়, কোনোটিতে কিছু খুঁজে বের করতে হয়, কোনোটিতে আবার পার্থক্য (Difference) বের করে দেখাতে হয়। বিশেষজ্ঞরা বলেন, চ্যালেঞ্জ যাই হোক না কেন, নিয়মিত ব্রেন টিজার সমাধান করার একাধিক সুফল রয়েছে। পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া পাশাপাশি এর মাধ্যমে আইকিউ লেভেল এবং দৃষ্টিশক্তিও যাচাই করে নেওয়া যায়।
আজ আমরা যে ব্রেন টিজারটি নিয়ে এসেছি সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। তা দেখে একের পর এক মত প্রকাশ করছেন নেটিজেনরা। ভাইরাল সেই ব্রেন টিজারে পাশাপাশি দু’টি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দুই ছবিতেই দেখা যাচ্ছে, একটি মেয়ে (Girl) জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে। এক ঝলক দেখলে দু’টি ছবিকে এক মনে হবে। তবে আসলে এমনটা নয়। প্রায় ৯০% শতাংশ এক দেখতে এই দুই ছবির মধ্যেই রয়েছে দু’টি পার্থক্য।
নেটপাড়ায় শোরগোল ফেলে দেওয়া এই ব্রেন টিজার সমাধান করার জন্য ঘড়ি ধরে ১০ সেকেন্ড সময় বেঁধে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে পার্থক্য দু’টি খুঁজে পেলেই আপনি জিনিয়াস। একবার চেষ্টা করে দেখুন তো নির্ধারিত সময়ের মধ্যে দুই ছবির মধ্যেকার দু’টি পার্থক্য আপনি খুঁজে পান কিনা।
১০ সেকেন্ডের মধ্যে আপনি যদি দু’টি পার্থক্য খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে সত্যিই আপনার বুদ্ধি এবং দৃষ্টিশক্তিকে কুর্নিশ জানাতে হয়। কিন্তু না পেয়ে থাকলেও হতাশ হবেন না। কারণ আমরা আপনার জন্য পার্থক্যগুলিকে হাইলাইট করে দিচ্ছি। লাল বৃত্তগুলির দিকে শুধু একবার ভালো করে তাকান, তাহলেই বুঝে যাবেন দু’টি ছবি একে অপরের থেকে ঠিক কোথায় আলাদা।