• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধুকে বিয়ে করেছে ছোটবেলার প্রথম প্রেমিকা! এতদিনে ভালোবাসা নিয়ে মুখ খুললেন দিব্যজ্যোতি

Published on:

Anurager Chhowa Surjya actor Dibyojyoti Dutta talks about his love life

বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম নায়কদের মধ্যে একজন হলেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। ‘অনুরাগের ছোঁয়া’র সূর্যর জনপ্রিয়তা মহিলামহলে দেখার মতো। সুদর্শন এই অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে বহু সুন্দরী টেলি অভিনেত্রীর। কখনও শোনা গিয়েছে তিনি সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে প্রেম করছেন, কখনও আবার উঠে এসেছে স্বস্তিকা ঘোষের নাম।

মাস খানেক ধরে আবার শোনা যাচ্ছে, অনস্ক্রিন ভাইয়ের বউ সৌমিলি চক্রবর্তীকে মন দিয়েছেন দিব্যজ্যোতি। সম্প্রতি জনপ্রিয় এক ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মুখ খোলেন পর্দার সূর্য। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নায়ক জানান, তিনি এখন সিঙ্গেল।

Dibyojyoti Dutta, Dibyojyoti Dutta interview, Dibyojyoti Dutta parents

সৌমিতৃষা, স্বস্তিকার সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে কথা উঠলে হেসে উড়িয়ে দেন দিব্যজ্যোতি। অভিনেতা জানান, সেভাবে তিনি কখনও প্রেম করেননি। তবে হ্যাঁ, ক্লাস নাইনে পড়াকালীন একজনকে প্রেম নিবেদন করেছিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ ডিস্টার্ব করলে লোক জড়ো করতে বাধ্য হবো! টিভির আগেই ফাঁস মেঘের নীলকে অউকাত বোঝানো ধামাকা পর্ব

দিব্যজ্যোতির কথায়, ‘ক্লাস নাইনে পড়াকালীন আমি একজনকে প্রোপোজ করেছিলাম। সে বলেছিল, মাধ্যমিকের পর সে উত্তর দেবে, কিন্তু দেয়নি’। ঘটনাচক্রে সেই মেয়েটি এখন অভিনেতার এক বন্ধুর সঙ্গে সম্পর্কে আছেন। শীঘ্রই তাঁরা সাত পাক ঘুরবেন। যদিও তা নিয়ে কোনও আফসোস অথবা খারাপ লাগা নেই নায়কের।

Dibyojyoti Dutta interview

দিব্যজ্যোতি বলেন, ‘আমি আর ও এখন সেই পুরনো বিষয়টা নিয়ে হাসিঠাট্টা করি। বলি, ভাগ্যিস আমরা প্রেম করিনি। তাহলে আমাদের বন্ধুত্বটাই হতো না’। ‘অনুরাগের ছোঁয়া’য় সূর্য-দীপার সম্পর্কে এখন ‘তৃতীয় ব্যক্তি’র আগমন ঘটেছে। বাস্তব জীবনেও কি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ‘সূর্য’ (Surjya)?

আরও পড়ুনঃ ‘বউ হারালে বউ পাওয়া…’, পরমপিয়ার বিয়ের পর অনুপমের উদ্দেশ্যে বিশেষ বার্তা চিরঞ্জিত চক্রবর্তীর

এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমায় ব্যক্তিগত জীবনে এখনও সম্পর্কের ভাঙাগড়ার মুখোমুখি হতে হয়নি। তবে আমি সম্পর্ক ভাঙতে দেখেছি। আমার এক দাদাকে যেমন ডিভোর্সের পর প্রচণ্ড ভেঙে পড়তে দেখেছিলাম। সেই ঘটনার পর আমি যখন ওর চোখের দিকে তাকাতাম, তখন ও একেবারে অন্য মানুষ। ভীষণ ভেঙে পড়েছিল। ওর জীবনে কিছু একটা ছিল না। সেই প্রাণ শক্তিটাই যেন হারিয়ে গিয়েছিল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥