• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবিবাহিত হয়েও কেন সিঁদুর পরতেন লতা মঙ্গেশকর? ৯৯% লোকের কাছে আজও অজানা আসল কাহিনী

Updated on:

Why Lata Mangeshkar used to wear sindoor despite being unmarried

‘ভারতের নাইটিঙ্গেল’, ‘সুর সম্রাজ্ঞী’ তিনি। লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। নিজের গায়কীর মাধ্যমে দশকের পর দশক ধরে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে রাজত্ব করে আসছেন তিনি। লতাজির গায়কীকে টেক্কা দিতে পারে এমন সঙ্গীতশিল্পী আজও তৈরি হয়নি! কিংবদন্তি এই গায়িকার কর্মজীবন সুসজ্জিত হলেও, তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে রয়েছে একাধিক বিতর্ক। অবিবাহিত হয়েও তাঁর সিঁদুর পরাকে নিয়ে যেমন একসময় বিস্তর চর্চা হয়েছিল।

খুব কম বয়সে সঙ্গীতের জগতে আত্মপ্রকাশ করেছিলেন লতা মঙ্গেশকর। হিন্দি, বাংলা, মারাঠি সহ একাধিক ভাষায় প্রচুর গান গেয়েছেন তিনি। কোকিলকণ্ঠী লতাজির গানের ‘দিওয়ানা’ বহু মানুষ। তাঁর গানে যে কত প্রেমের গল্প পূর্ণতা পেয়েছে তা গুনে শেষ করা যাবে না! অথচ সেই গায়িকার প্রেমই ছিল অপূর্ণ! ডুঙ্গারপুর রাজ পরিবারের (Dungarpur Royal Family) ছেলে রাজ সিংয়ের প্রেমে পড়েছিলেন গায়িকা। অসীম ভালোবাসা থাকলেও সাত পাক ঘোরা হয়নি তাঁদের।

Lata Mangeshkar and Raj Singh Dungarpur love story

মহারাজা রাজ সিং ডুঙ্গারপুর (Raj Singh Dungarpur) একজন ক্রিকেটার ছিলেন। পরবর্তীকালে বিসিসিআইয়ের সভাপতিও হন। লতাজির ভাই হৃদয়নাথের বন্ধু ছিলেন রাজ সিং। সেই সূত্রেই প্রথম আলাপ হয় দু’জনের। অল্প সময়ের মধ্যেই সেই পরিচয় প্রেমের আকার নেয়। শোনা যায়, গায়িকাকে ভালোবেসে ‘মিঠু’ বলে ডাকতেন তাঁর মনের মানুষ।

আরও পড়ুনঃ ছেলে দাঁড়িয়ে দেখবে মায়ের বিয়ে? অরিন্দমের সাথে বিয়ে প্রসঙ্গে অকপট খেয়ালী দস্তিদার

দু’জনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল, তবে তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় ডুঙ্গারপুর রাজ পরিবার। রাজ সিংয়ের বাবা চাননি, সাধারণ পরিবারের এক মেয়ের সঙ্গে তাঁর ছেলের বিয়ে হোক। বাধ্য হয়ে বাবা-মায়ের কাছে রাজকে প্রতিজ্ঞা করতে হয়েছিল, তিনি সাধারণ পরিবারের কোনও মেয়েকে বিয়ে করবেন না। একইসঙ্গে জীবনে আর কখনও বিয়ে না করার সিদ্ধান্তও নিয়ে নেন তিনি।

Lata Mangeshkar and Raj Singh Dungarpur love story

একইভাবে রাজ সিংকে বিয়ে করতে না পেরে আজীবন কুমারী থাকার সিদ্ধান্ত নেন লতাজি। স্বামী-স্ত্রী হিসেবে না হলেও, চিরকাল ভালো বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকার অঙ্গীকার নেন তাঁরা। তবে শোনা যায়, বিয়ে না হলেও মনে মনে রাজ সিংকেই নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন লতাজি। তাঁর নামেই সিঁথিতে সিঁদুর পরতেন বলে জল্পনা শোনা যায়।

আরও পড়ুনঃ এক-দুই নয়! কাঞ্চন থেকে শ্রাবন্তী, তিনবার সাত পাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার এই তারকারা

কেউ কেউ আবার মনে করেন, চুপিসারে সাত পাকে বাঁধা পরেছিলেন লতা এবং রাজ সিং। সেই বিয়ের প্রতীক হিসেবে সিঁথিতে সিঁদুর পরতেন গায়িকা। বিয়ের জল্পনা প্রসঙ্গে লতাজি একবার বলেছিলেন, তাঁর বিয়ে হয়নি। তিনি চিরকুমারী। গানই তাঁর প্রেম, ভালোবাসা। সঙ্গীতের নামেই তাই নিজের সিঁথিতে সিঁদুর পরেন গায়িকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥