• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে ফিল্মি স্টাইলে প্রেম নিবেদন! গ্র্যান্ড এনগেজমেন্ট সারলেন আরমান মালিক, পাত্রী কে জানেন?

Published on:

Armaan Malik,Aashna Shroff,Engagement,Singer,Bollywood,Bollywood news,Entertainment,Entertainment news,Bangla khobor,আরমান মালিক,আশনা শ্রফ,এনগেজমেন্ট,গায়ক,বলিউড,বলিউডের খবর,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Armaan Malik engagement,Armaan Malik Aashna Shroff,আরমান মালিকের এনগেজমেন্ট,আরমান মালিক আশনা শ্রফ,Bollywood Singer,Armaan Malik Getting Married,Bollywood Shaadi,Bollywood Wedding

Armaan Malik Engagement : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়কদের মধ্যে একজন হলেন আরমান মালিক (Armaan Malik)। তিনি যে কত সুপারহিট গান গেয়েছেন তা গুনে শেষ করা যাবে না। মিষ্টি দেখতে এই গায়কের মহিলামহলে জনপ্রিয়তাও দেখার মতো। তবে এবার নিজের সকল মহিলা অনুরাগীর মন ভেঙে এনগেজমেন্ট (Engagement) সেরে ফেললেন তিনি। সোমবার সোশ্যাল মিডিয়ায় আংটি বদল অনুষ্ঠানের ছবি শেয়ার করে সুখবর দেন গায়ক।

প্রায় বছর খানেক ধরে আরমানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। গায়কের সোশ্যাল মিডিয়া (Social Media) প্রোফাইলে উঁকি দিলেই সেকথা আরও স্পষ্ট হয়ে যেত। মাঝেমধ্যেই চর্চিত প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যেত তাঁকে। অবশেষে নিজেদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন আরমান এবং তাঁর প্রেমিকা আশনা (Aashna Shroff)

Armaan Malik and Aashna Shroff, Armaan Malik engagement

সোমবার আংটি বদল অনুষ্ঠানের ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লেখেন, ‘আমাদের একসঙ্গে থাকার সূত্রপাত হল’। অপরদিকে আশনা লেখেন, ‘তোমার এত লিপ অফ ফেইথের জন্যই আমি তোমায় এতখানি বিশ্বাস করি’। এনগেজমেন্টের ছবি শেয়ার করা মাত্রই এই তারকাজুটিকে ভালোবাসায় ভরিয়ে দেন বলিউড সেলেবরা।

আরও পড়ুনঃ ২ টাকার টিকিটেই ৩৫ কোটি আয়! এখন রিলিজ করলে ‘শোলে’ কত আয় করতো জানেন?

আরমানের হবু স্ত্রী আশনা সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। তিনি পেশায় একজন বিউটি ব্লগার এবং ইউটিউবার। নেটপাড়ায় তাঁর জনপ্রিয়তা দেখার মতো। জানা গিয়েছে, প্রায় ৫-৬ বছর ধরে সম্পর্কে ছিলেন আরমান এবং আশনা। অবশেষে বাগদানের মাধ্যমে নিজেদের সম্পর্ককে পরিণতি দিলেন তাঁরা।

আরও পড়ুনঃ আলিয়ার জন্য জাতীয় পুরস্কার হাতছাড়া! বিজয়ী ঘোষণার পরেই আবারও বিস্ফোরক কঙ্গনা রানাউত

Armaan Malik and Aashna Shroff, Armaan Malik engagement

আরমান-আশনা বাগদানের ছবি শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারকাজুটির পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধুবান্ধব প্রত্যেকে শুভেচ্ছা জানাতে শুরু করে দেন। আরমানের দাদা আমাল যেমন সঙ্গে সঙ্গে আশনাকে মালিক পরিবারে স্বাগত জানিয়েছেন। অপরদিকে গায়কের ঘনিষ্ঠ বন্ধু টাইগার শ্রফ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ কামনা রইল ভাই’। গায়ক সেলিম মার্চেন্ট আবার লিখেছেন, ‘ওহ! ও কি হ্যাঁ বলল? অনেক অনেক শুভেচ্ছা রইল আরমান-আশনা’।

 

View this post on Instagram

 

A post shared by ARMAAN MALIK ? (@armaanmalik)


এছাড়াও বরুণ ধাওয়ান, ঈশান খট্টর থেকে শুরু করে নীতি মোহন, তারা সুতারিয়া তারকাজুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বি টাউনের একাধিক নামী তারকা। কাছের মানুষদের ভালোবাসা এবং শুভেচ্ছা সঙ্গে করেই জীবনের এই নতুন অধ্যায় শুরু করলেন আরমান এবং আশনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥