• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও শাহরুখময় গোটা দেশ, রিলিজের আগেই রেকর্ড ভাঙা শুরু করল ‘ডানকি’

‘পাঠান’, ‘জওয়ান’ সব এখন অতীত। বর্ষশেষে বক্স অফিসে ঝড় তুলতে ‘ডানকি’ (Dunki) নিয়ে আসছেন শাহরুখ খান (Shahrukh Khan)। আগেই  জানা গিয়েছিল, এই বছর ‘কিং খান’র তিনটি ছবি রিলিজ করবে। কথা মতো, ২০২৩-র তৃতীয় সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বাদশা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘ডানকি’র অগ্রিম বুকিং (Dunki Advance Booking)

‘পাঠান’ এবং ‘জওয়ান’এ ধুন্ধুমার অ্যাকশন করার পর ‘ডানকি’তে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে শাহরুখকে (Shah Rukh Khan)। ফের পুরনো ‘চকোলেট বয়’ মেজাজে ধরা দেবেন অভিনেতা। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির ট্রেলার বেশ ভালোলেগেছিল দর্শকদের। অগ্রিম বুকিংয়েও বজায় রইল সেই পরম্পরা।

   

Shah Rukh Khan Dunki movie budget

একই দিনে রিলিজ করবে ‘ডানকি’ এবং ‘সালার’। বক্স অফিসে শাহরুখ বনাম প্রভাসের এই লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন সিনেপ্রেমী দর্শকরা। অগ্রিম বুকিংয়ের নিরিখে শুরুতে ‘সালার’র থেকে কিছুটা পিছিয়ে পড়েছিল ‘কিং খান’র সিনেমা। কিন্তু দ্বিতীয়দিনে একলাফে অনেকটা বেড়েছে ‘ডানকি’র আয়।

আরও পড়ুনঃ টাকার বন্যা বয়ে যাবে! বক্স অফিস কাঁপাতে একসাথে সানি-সালমান, সুখবর পেতেই উচ্ছসিত ভক্তরা

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত শুধুমাত্র অগ্রিম বুকিং থেকেই প্রায় ৭.৪৫ কোটি টাকা আয় করে ফেলেছে ‘ডানকি’। চলচ্চিত্র বিশেষজ্ঞদের কথায়, এই অঙ্কটা আরও কয়েকগুণ বাড়তো। তবে ‘সালার’ও যেহেতু একদিনে রিলিজ করছে। সেই জন্য সিনেপ্রেমী দর্শকরা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন।

Dunki and Salaar

কেউ কেউ আবার বলছেন, ‘পাঠান’ এবং ‘জওয়ান’র অগ্রিম বুকিং কালেকশনের নিরিখে ‘ডানকি’র কালেকশন অনেকটাই কম। তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, শাহরুখের বাকি দু’টি ছবি অ্যাকশন ঘরানার ছিল। অন্যদিকে ‘ডানকি’ কমেডি-ড্রামা। তাই দু’টি ভিন্ন ঘরানার ছবির কালেকশন একসঙ্গে গুলিয়ে দেওয়া উচিত নয় বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ ‘অ্যানিমাল’ অতীত, এবার শ্রীরাম রূপে দর্শকদের সামনে আসছেন রণবীর! ফাঁস শ্যুটিং শুরুর দিনক্ষণ

প্রসঙ্গত, শাহরুখের আসন্ন এই ছবি আগামী ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘ডানকি’র মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করলেন কিং খান এবং রাজকুমার হিরানি। মাল্টিস্টারার এই সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশলের মতো তারকারা।