• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরো পুজো জমজমাট! একেরপর এক ধামাকা সিনেমা থেকে ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে OTTতে, রইল তালিকা

Updated on:

Bollywood movies and web series releasing in October in OTT platform

পুজো মানে যেমন ঠাকুর দেখা, ভালো খাওয়া-দাওয়া করা, তেমনই সিনেমা (Movie) দেখাও। সেই জন্য পুজো এলেই প্রত্যেক বছর একগুচ্ছ সিনেমা রিলিজকরে। তবে এমন অনেক মানুষ আছেন যারা সিনেমাহলে বসে সিনেমা দেখার চেয়ে বাড়ি বসে ওয়েব সিরিজ (Web Series) দেখতে পছন্দ করেন। তাঁদের জন্যও রয়েছে সুখবর। কারণ পুজোর আবহে অক্টোবর মাসে ওটিটিতে (OTT) রিলিজ করতে চলেছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ এবং সিনেমা। চলুন ঝটপট দেখে নেওয়া যাক সেই তালিকা।

খুফিয়া (Khufiya)- ৫ অক্টোবর নেটফ্লিক্সে রিলিজ করেছে বিশাল ভারদ্বাজ পরিচালিত এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাবু, আলি ফজল, ওয়ামিকা গাব্বির মতো তারকারা। অমর ভূষণের আইকনিক ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে তৈরি এই সিনেমা বেশ ভালোলেগেছে দর্শকদের।

Khufiya web series

মুম্বই ডায়রিজ ২৬/১১ (Mumbai Diaries 26/11)- ২৬/১১-র মর্মান্তিক ঘটনা নিয়ে তৈরি হয়েছিল এই সিরিজ। ‘মুম্বই ডায়রিজ’র প্রথম সিজন দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। আগামী ৬ অক্টোবর রিলিজ করবে দ্বিতীয় সিজন। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোহিত রায়না, কঙ্কনা সেন শর্মা প্রমুখ।

আরও পড়ুনঃ তিন সন্তানের মা হয়েও একা! আক্ষেপের সুরে একাকী জীবনের কাহিনী জানালেন শর্মিলা ঠাকুর

Mumbai Diaries web series

আরও পড়ুনঃ ‘মহানায়ক’ হওয়া সহজ নয়! উত্তম কুমার রূপে সামনে আসতেই বিতর্ক, যা বললেন নীল

ওহ মাই গড ২ (OMG 2)- অক্ষয় কুমারের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ওহ মাই গড ২’ও এই মাসেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে চলেছে। আক্কি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতমের মতো তারকারা। আগামী ৮ অক্টোবর রিলিজ করবে এই সিনেমা।

OMG 2, Akshay Kumar OMG 2

কালা পানি (Kaala Paani)- ১৮ অক্টোবর নেটফ্লিক্সে রিলিজ করবে ‘কালা পানি’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুমিত সাক্সেনা, মোনা সিংয়ের মতো তারকারা। প্রসঙ্গত, ২০০৬ সালের পর অভিনয় থেকে দূরত্ব তৈরি করা আশুতোষ গোয়ারিকরকেও দেখা যাবে এই সিরিজে।

Kaala Paani web series

সুলতান অফ দিল্লি (Sultan Of Delhi)- বঙ্গ তনয়া মৌনী রায় এবং তাহির রাজ ভাসিন অভিনীত ‘সুলতান অফ দিল্লি’ও এই মাসেই রিলিজ করতে চলেছে। আগামী ১৩ অক্টোবর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে অর্ণব রায়ের বই অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজ।

Sultan Of Delhi web series

গদর ২ (Gadar 2)- বক্স অফিসে ঝড় তোলা ‘গদর ২’ও এই অক্টোবরেই ওটিটিতে রিলিজ করতে চলেছে। ২২ বছর পর ‘গদর’র সিক্যুয়েল নিয়ে এসেছেন সানি দেওল, আমিশা পটেলরা। রিলিজের পর থিয়েটারে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। ৬ অক্টোবর সেই ছবিই রিলিজ করছে জি ফাইভে।

Gadar 2, Gadar 2 advance booking

খুশি (Kushi)- মাস খানেক হতে চলল প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল ‘খুশি’ ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিজয়া দেবরাকোন্ডা এবং সামান্থা রুথ প্রভু। দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল এই ছবিটি।

Kushi movie OTT release, Kushi movie

প্রেক্ষাগৃহে আকাশছোঁয়া সাফল্য পাওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করল ‘খুশি’। পুজোর আবহে বাড়ি বসেই আপনি দেখে নিতে পারবেন বিজয়-সামান্থার সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥