• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘শাহরুখই আমার জীবনের প্রথম পুরুষ…’! S3X লাইফ নিয়ে বোমা ফাটালেন করণ জোহর

Published on:

Bollywood director Karan Johar thanked Shah Rukh Khan for always supporting him

Karan Johar Shahrukh Khan Relation : বলিউডের (Bollywood) প্রথম সারির পরিচালক-প্রযোজকদের মধ্যে একজন হলেন করণ জোহর (Karan Johar)। একাধিক ব্লকবাস্টার ছবির নির্মাতা তিনি। করণের হাত ধরে যে কত তারকার উত্থান হয়েছে তা গুনে শেষ করা যাবে না। পাশপাশি বহু তারকার ভাগ্যও বদলেছেন তিনি। এমনই একজন অভিনেতা হলেন ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)

করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai), ‘কভি খুশি কভি গম’এ (Kabhi Khushi Kabhie Gham) অভিনয় করে শাহরুখের কেরিয়ারের মোড় ঘুরে যায়। পাশাপাশি এই ছবিগুলির মাধ্যমে করণও পরিচালক হিসেবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন। তবে শুধু কেরিয়ারই নয়, করণের ব্যক্তিগত জীবনেও ‘কিং খান’র অনেক বড় অবদান আছে। সম্প্রতি নিজে মুখে সেকথা স্বীকার করেছেন ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র পরিচালক।

Shah Rukh Khan and Karan Johar, Karan Johar on Shah Rukh Khan

করণ বলিউডের প্রথম সারির চলচ্চিত্র নির্মাতা হলেও নিজের লিঙ্গ পরিচয়ের কারণে প্রচুর কটাক্ষ শুনতে হয় তাঁকে। করণের মধ্যে যে মেয়েলি স্বভাব আছে সেই জন্য তাঁকে সরাসরি অপমান করেন অনেকে। তবে এখন থেকে নয়, বরং খুব ছোটবেলা থেকেই সমাজের নীচ মানসিকতার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি একটি চ্যাট শোয়ে এসে করণ বলেন, ‘আজকাল অনেকে অবমাননাকরভাবে যাদের গে, হোমো, ফ্যাগ বলছেন, আমাদের সময় তাঁদের প্যানসি বলা হতো’।

আরও পড়ুনঃ ডাবল রোল থেকে লেভেলের অ্যাকশন! রিলিজের আগেই বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখের ‘জওয়ান’র ট্রেলার

এরপরেই শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জাহির করে করণ বলেন, শাহরুখ তাঁর জীবনের প্রথম পুরুষ যিনি কখনও তাঁকে ছোট কিংবা তাচ্ছিল্য করেননি। বরং সব সময় বন্ধু হিসেবে তাঁর পাশে থেকেছেন এবং তাঁকে এগিয়ে যাওয়ার উৎসাহ জুগিয়েছেন।

আরও পড়ুনঃ বলিউডে গিয়েও মুখ থুবড়ে পড়লেন যশ! বিতর্ক দানা বাঁধতেই ‘ইয়ারিয়া ২’র বিরুদ্ধে দায়ের FIR

Shah Rukh Khan and Karan Johar, Karan Johar on Shah Rukh Khan

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ছবি পরিচালনা থেকে দূরে ছিলেন করণ। তবে সদ্য ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র হাত ধরে পরিচালক হিসেবে কামব্যাক করেছেন তিনি। অপরদিকে ‘পাঠান’র ব্লকবাস্টার সাফল্যের পর এখন ‘জওয়ান’ রিলিজের তোরজোড় করছেন শাহরুখ। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। নাম না করেই বন্ধু শাহরুখের ছবির ট্রেলারের প্রশংসা করছেন করণ। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥