• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে গিয়েও মুখ থুবড়ে পড়লেন যশ! বিতর্ক দানা বাঁধতেই ‘ইয়ারিয়া ২’র বিরুদ্ধে দায়ের FIR

Published on:

Yash Dasgupta,Yaariyan,Yaariyan 2,FIR,Bollywood,Movie,Bollywood movie,Controversy,Entertainment,Entertainment news,Bangla khobor,যশ দাশগুপ্ত,ইয়ারিয়া,ইয়ারিয়া ২,এফআইআর,সিনেমা,বলিউড,বলিউড সিনেমা,বিতর্ক,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Yash Dasgupta Yaariyan 2,Yaariyan 2 FIR,যশ দাশগুপ্ত ইয়ারিয়া ২,ইয়ারিয়া ২ এফআইআর

টলিউড (Tollywood) পেরিয়ে শীঘ্রই বলিউডে (Bollywood) ডেবিউ করতে চলেছেন বাংলার যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। ‘ইয়ারিয়া ২’র (Yaariyan 2) হাত ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হতে চলেছে এই বঙ্গ তনয়ের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির প্রথম ঝলক। এখন রিলিজের অপেক্ষায় রয়েছেন যশ-অনুরাগীরা। তবে তার আগেই বিরাট বিপাকে পড়ল এই ছবি।

২০১৪ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল ‘ইয়ারিয়া’ (Yaariyan) ছবিটি। বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও নবীন প্রজন্মের মনে দাগ কেটেছিল এই সিনেমা। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হিমাংশ কোহলি এবং রাকুল প্রীত সিং। দীর্ঘ ৯ বছরের অপেক্ষা শেষে আসছে ‘ইয়ারিয়া’র সিক্যুয়েল। সেই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন যশ। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তার মাঝেই আচমকা বিপাকে পড়ল এই সিনেমা।

Yash Dasgupta, Yash Dasgupta Bollywood debut

‘ইয়ারিয়া ২’র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এই ছবির একটি গানের দৃশ্যে শিখ ধর্মের পবিত্র কৃপান ব্যবহৃত হয়েছে। আর তাতেই শিখ সম্প্রদাতের ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি পুলিশের দ্বারস্থ হয়েছে।

আরও পড়ুনঃ ডাবল রোল থেকে লেভেলের অ্যাকশন! রিলিজের আগেই বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখের ‘জওয়ান’র ট্রেলার

Yash Dasgupta, FIR again Yash Dasgupta Bollywood movie Yaariyan 2

শুধু তাই নয়, জলন্ধর জেলার একটি থানায় ‘ইয়ারিয়া ২’র বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে বলেও জানিয়েছেন সাব ইনস্পেক্টর অশোক কুমার। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর বেশ চিন্তায় পড়েছেন যশের ভক্তরা। প্রিয় অভিনেতার বলিউড ডেবিউ দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। কিন্তু সেই ছবিই এবার এত বড় বিপাকে পড়ায় বেশ মন খারাপ হয়ে গিয়েছে তাঁদের।

আরও পড়ুনঃ এবার জব্দ হবে পলাশ, শিমুলের পাশে দাঁড়িয়ে ছোট ছেলেকে তাড়াবে শ্বাশুড়ি! ফাঁস ধামাকাদার পর্ব

এবার জব্দ হবে পলাশ, শিমুলের পাশে দাঁড়িয়ে ছোট ছেলেকে তাড়াবে শ্বাশুড়ি! ফাঁস ধামাকাদার পর্ব

View this post on Instagram

 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)


প্রসঙ্গত, আসন্ন এই সিনেমায় নায়িকা দিব্যা খোসলা কুমারের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যশ। তাঁর চরিত্রের সঙ্গে অনেকে ‘বোঝে না সে বোঝে না’র অরণ্য সিংহ রায়ের মিল খুঁজে পেয়েছেন। ছবিতে আদ্যোপান্ত কর্পোরেট, আনরোম্যান্টিক গোছের এক স্বামীর চরিত্রে অভিনয় করেছেন এই বাঙালি অভিনেতা। স্ত্রীয়ের সঙ্গে খুব একটা বনিবনাও হয় না তাঁর। এই নিয়েও আবর্তিত হয়েছে ‘ইয়ারিয়া ২’র কাহিনী। যশ, দিব্যা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন জাভেদ জাফরির পুত্র মজান, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা পার্ল ভি পুরী, লিলেট দুবের মতো তারকারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥