• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেরিয়ারে সফল হতেই হাজির আলিয়ার ‘নতুন বাবা’! ৩০ বছর পর পিতৃত্ব দাবি করলেন এই বলিউড পরিচালক

তারকাসন্তান হলেও নিজের প্রতিভার জোরে বলিউডে (Bollywood) স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। আজ মেয়ের নামেই গোটা দেশে পরিচিত মহেশ ভাট (Mahesh Bhatt) এবং সোনি রাজদান (Soni Razdan)। বলিউড কাঁপিয়ে ইতিমধ্যেই হলিউডেও ডেবিউ করে ফেলেছেন আলিয়া। কেরিয়ারের নিরিখে এই মুহূর্তে দারুণ জায়গায় আছেন তিনি। আর সেই সময়ই আচমকা উদয় হলেন অভিনেত্রীর ‘নতুন বাবা’।

করণ জোহর (Karan Johar) পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student Of The Year) ছবির হাত ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন আলিয়া। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। অনেকে এও অভিযোগ করেছিলেন, অভিনেত্রীর মাথায় করণের হাত রয়েছে বলেই পরপর কাজের সুযোগ পাচ্ছেন তিনি। সেই সঙ্গেই নেপোটিজমের কাঁটায় বিদ্ধ হতে হয়েছে করণকেও। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ধর্মা কর্ণধার নিজেই।

   

Alia Bhatt and Karan Johar

অতীতে বহু বলিউড তারকা আকারে ইঙ্গিতে বলেছেন, করণ আলিয়াকে বেশি প্রাধান্য দেন। এই প্রসঙ্গে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ পরিচালক বলেন, ‘আমি কোনোকিছুর জন্য কোনোদিন ক্ষমা চাইনি, আর চাইবও না। সেটা ইন্ডাস্ট্রির কেউ হলে হবে। আলিয়া আমার প্রথম সন্তানের মতো। আমি চিরকাল সবার সামনে ওর সমর্থন করব। তাতে আমাকে যার যা ইচ্ছা বলুক, আমার সমস্যা নেই’।

আরও পড়ুন- বলিউডে ব্যর্থ হলেও ব্যবসায় সেরা! অমিতাভ বচ্চনের গোপন জামাই আজ দেশের অন্যতম ধনী ব্যবসায়ী

যদিও এই প্রথম নয়, অতীতেও বহুবার আলিয়াকে নিয়ে জনসমক্ষে আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে করণকে। অভিনেত্রীকে বধূ বেশে দেখেও কেঁদে ফেলেছিলেন ধর্মা কর্ণধার। আলিয়ার মেয়ে রাহার জন্মের পরেও আবেগঘন বার্তা দিয়েছিলেন তিনি।

Alia Bhatt and Karan Johar

আরও পড়ুন- একেবারে নির্লজ্জ! জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ‘ছ্যাবলামি’ করিনার, ভিডিও দেখে রাগে ফুঁসছে নেটপাড়া

প্রসঙ্গত, দীর্ঘ ৭ বছর পরিচালকের আসন থেকে দূরে থাকার পর চলতি বছর ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র হাত ধরে কামব্যাক করেছেন করণ। সেই ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। বিপরীতে ছিলেন রণবীর সিং। বক্স অফিসে প্রায় ১৫০ কোটির ব্যবসা করেছিল এই সিনেমা। দর্শকদেরও দারুণ পছন্দ হয়েছিল এই রম-কম ঘরানা ছবিটি।