• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে নির্লজ্জ! জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ‘ছ্যাবলামি’ করিনার, ভিডিও দেখে রাগে ফুঁসছে নেটপাড়া

Published on:

Kareena Kapoor Khan,Bollywood,Trolled,Actress,Bollywood actress,National Anthem,Social media,Video,Viral,Bollywood news,করিনা কাপুর খান,বলিউড,ট্রোলড,অভিনেত্রী,বলিউড অভিনেত্রী,জাতীয় সঙ্গীত,সোশ্যাল মিডিয়া,ভিডিও,ভাইরাল,বলিউডের খবর,Kareena Kapoor Khan trolled,Kareena Kapoor Khan National Anthem,করিনা কাপুর খান ট্রোলড,করিনা কাপুর খান জাতীয় সঙ্গীত

বলিউড (Bollywood) কাঁপিয়ে শীঘ্রই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। আগামী ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে সইফ-ঘরণীর ছবি ‘জানে জান’ (Jaane Jaan)। থ্রিলার ঘরানার এই সিনেমায় করিনার সঙ্গে অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াত, বিজয় ভার্মার মতো তারকারা। এই মুহূর্তে চুটিয়ে ছবির প্রচার চালাচ্ছেন করিনারা। এমনই একটি সাক্ষাৎকারে গিয়ে একটি কাণ্ড ঘটিয়ে বসেন সইফ-ঘরণী।

গত সপ্তাহে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন করিনা। টকটকে লাল রঙের পোশাকে নজরকাড়া লাগছিল তাঁকে। সেই অনুষ্ঠানে অন্যান্য মহিলাদের সঙ্গে বলি অভিনেত্রীকে জাতীয় সঙ্গীত (National Anthem) গাইতে দেখা যায়। আর সেখানেই ঘটে বিপত্তি। নেটপাড়ায় ইতিমধ্যেই তুমুল ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সেই ভিডিও। যা দেখে নেটিজেনদের একাংশের রোষের মুখ পড়তে হচ্ছে ‘বেবো’কে।

Kareena Kapoor Khan, Kareena Kapoor Khan National Anthem trolled

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দুই হাত একসঙ্গে জড়ো করে রেখেছিলেন করিনা। কিন্তু ‘জন গণ মন’ গাওয়ার সময় অভিনেত্রী নড়তে শুরু করেন। নেটিজেনদের নজর এড়ায়নি এই বিষয়টি। ব্যস, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ট্রোলিং (Trolled)।

আরও পড়ুন- ছেঁড়া জামা পরে অর্ধনগ্ন, তাতেই আয় কোটিতে! উরফি জাভেদের ইনকাম শুনে মুখ ঢাকবেন মুকেশ অম্বানি

Kareena Kapoor Khan, Kareena Kapoor Khan National Anthem trolled

জাতীয় সঙ্গীত গাওয়ার সময় করিনা যেভাবে দাঁড়িয়ে ছিলেন সেটাও অনেকের ভালোলাগেনি। একজন নেটিজেন যেমন কমেন্ট করেছেন, ‘জাতীয় সঙ্গীত মনোযোগের সঙ্গে গাইতে হয়। এটা ভীষণ দুঃখজনক যে তথাকথিত তারকারা এটা জানেন না’। দ্বিতীয় জন আবার কটাক্ষ করে লিখেছেন, ‘দয়া করে কেউ ওনাকে বলুন যে আমরা এভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাই না’।

আরও পড়ুন- রাজু রাস্তোগিকে মনে আছে? ‘৩ ইডিয়টস’ সুপারহিট হলেও বলিউড থেকে দূরে এভাবে দিন কাটাচ্ছেন অভিনেতা

করিনার আপকামিং প্রোজেক্টের নিরিখে বলা হলে, অভিনেত্রীকে এরপর দেখা যাবে হনসল মেহতার ‘দ্য বাকিংহ্যাম মার্ডারস’এ। আগামী ডিসেম্বর মাসে রিলিজ করবে এই সিনেমা। এছাড়া আগামী বছর মার্চ মাসে রিলিজ করতে চলেছে ‘বেবো’র আর একটি ছবি ‘দ্য ক্রু’। করিনা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাবু, দিলজিৎ দোসাঞ্জ, কৃতি শ্যাননের মতো তারকাদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥