যে কোনও সাধারণ মেয়ের মতো বলিউড নায়িকারাও (Bollywood Actress) বিয়ে করে স্বামী (Husband)-সন্তান নিয়ে সুখে সংসার করার স্বপ্ন দেখেন। তবে সবার কপালে সেই সুখ থাকে না। এমন অনেক বলিউড নায়িকা রয়েছেন যারা খুব কম বয়সে বিধবা (Widow) হয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ বলি নায়িকার নাম তুলে ধরা হল। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা।
রেখা (Rekha)- প্রেম এবং বিয়েতে বারবার আঘাত পেয়েছেন রেখা। শোনা যায়, অভিনেতা বিনোদ মেহরাকে বিয়ে করেছিলেন রেখা। কিন্তু তাঁকে শ্বশুরবাড়িতে কেউ মেনে নেয়নি। এরপর ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন তিনি। বিয়ের কয়েক মাসের মাথাতেই ভেঙে যায় সেই সংসার।
কায়াকশন পটেল (Kahkashan Patel)- ব্যবসায়ী আরিফ পটেলকে বিয়ে করেছিলেন কায়াকশন। তাঁদের দুই ছেলেও রয়েছে। চারজনের সুখের সংসার ছিল। তবে ২০১৮ সালে আচমকা হৃদরোগে আক্রান্ত হন আরিফ। এখন দুই সন্তানকে নিয়ে একাই থাকেন বলিউড নায়িকা।
আরও পড়ুনঃ গ্যাংস্টারের প্রেমিকার দিকে নজর! এই নায়িকার জন্য দাউদের থেকে খুনের হুমকি পেয়েছিলেন মিঠুন
লীনা চন্দ্রভারকার (Leena Chandravarkar)– ১৯৭৫ সালে সিদ্ধার্থ বান্দোদকরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন লীনা। কিন্তু বিয়ের কিছু সময় পরেই বিধবা হন তিনি। এরপর জনপ্রিয় গায়ক কিশোর কুমারকে বিয়ে করেন লীনা। তবে তাঁর যখন মাত্র ৩৭ বছর বয়স তখন প্রয়াত হন কিশোর।
আরও পড়ুনঃ জনপ্রিয়তায় টেক্কা দেবেন অমিতাভ বচ্চনকেও! ‘গদর ২’ ছবিতে ভিলেন হচ্ছেন এই বলি তারকা
শান্তিপ্রিয়া (Shantipriya)- বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের প্রথম নায়িকা ছিলেন শান্তিপ্রিয়া। এই দুই তারকা একসঙ্গে ‘সৌগন্ধ’ ছবিতে অভিনয় করেছিলেন। তিনি অভিনেতা সিদ্ধার্থ রায়কে বিয়ে করেছিলেন। তবে বিয়ের মাত্র ৫ বছরের মাথায় তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। সেই সময় শান্তিপ্রিয়ার বয়স ছিল মাত্র ৩৫ বছর।
বিজয়েতা পণ্ডিত (Vijayta Pandit)- বলিউড শুধু নয়, টলিউড ইন্ডাস্ট্রিরও পরিচিত মুখ হলেন বিজয়েতা পণ্ডিত। ১৯৯০ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
১৯৯০ সালে জনপ্রিয় প্লেব্যাক গায়ক এবং সুরকার আদেশ শ্রীবাস্তবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিজয়েতা। তাঁদের দুই ছেলে রয়েছে। তবে ২০১৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আদেশ।