• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গ্যাংস্টারের প্রেমিকার দিকে নজর! এই নায়িকার জন্য দাউদের থেকে খুনের হুমকি পেয়েছিলেন মিঠুন

Published on:

Mithun Chakraborty,Dawood Ibrahim,Death threat,Mandakini,Bollywood,Actress,Gossip,Bollywood gossip,Entertainment,Bollywood actress,মিঠুন চক্রবর্তী,দাউদ ইব্রাহিম,খুনের হুমকি,মন্দাকিনী,বলিউড,অভিনেত্রী,বলিউড গসিপ,গসিপ,বিনোদন,বলিউড অভিনেত্রী,Mithun Chakraborty Mandakini,Mithun Chakraborty death threat,Mithun Chakraborty Dawood Ibrahim,মিঠুন চক্রবর্তী মন্দাকিনী,মিঠুন চক্রবর্তী খুনের হুমকি,মিঠুন চক্রবর্তী দাউদ ইব্রাহিম

বলিউড (Bollywood) এবং আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র বহু পুরনো। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক নায়িকার সঙ্গে গ্যাংস্টারদের (Gangster) নাম জড়িয়েছেন। সেই তালিকায় ওপরের দিকেই রয়েছে দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) নাম। এই কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে বি টাউনের একাধিক নায়িকার প্রেম সম্পর্কের কথা শোনা গিয়েছে। তবে আপনি কি জানেন, একবার মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) খুনের হুমকি দিয়েছিলেন এই কুখ্যাত ডন?

সমস্যার মূলে ছিলেন একজন অভিনেত্রী। তাঁর জন্যই দাউদের থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বাংলার গর্ব মিঠুন। সেই নায়িকা কে জানেন? তিনি আর কেউ নন, বরং জনপ্রিয় বলিউড অভিনেত্রী মন্দাকিনী। দাউদের সঙ্গে এই নায়িকার গুঞ্জন কারোর অজানা ছিল না। অপরদিকে আবার মিঠুনের সঙ্গে নায়িকার অনস্ক্রিন রসায়নও ছিল দেখার মতো।

Mithun Chakraborty and Mandakini

একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন মিঠুন এবং মন্দাকিনী। সেখান থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়। তবে সেই গুঞ্জন দাউদের কানে যেতেই ক্ষেপে যান তিনি। প্রেমিকার সঙ্গে ‘পরপুরুষের’ প্রেমের গুঞ্জন শুনে বেজায় চটে যান তিনি। যদিও মিঠুন এবং মন্দাকিনী দুই তারকাই দাবি করেছিলেন, তাঁদের এই প্রেমের গুঞ্জন রটনা। এরপর রেগে গিয়ে এক বিরাট পদক্ষেপ নেন দাউদ।

পর্দার ‘ডিস্কো ডান্সার’কে হুমকি দেওয়ার জন্য লোক পাঠান দাউদ। এরপর থেকেই অভিনেতার ভোগান্তির সূত্রপাত। বঙ্গ তনয়ের বাড়িতে বারবার খুনের হুমকি দিয়ে ফোন আসতে শুরু করে। শোনা যায়, মিঠুন নিজেও প্রচুর খুনের হিমকি পেয়েছিলেন। প্রাণ হারানোর ভয় পেয়ে শেষ পর্যন্ত সঞ্জয় দত্তের কাছে ছুটে যান মিঠুন।

Mithun Chakraborty and Dawood Ibrahim

পর্দার ‘মুন্নাভাই’ এমন একজন অভিনেতা ছিলেন যিনি লুকোছাপা ছাড়াই স্বীকার করেছিলেন যে আন্ডারওয়ার্ল্ডে তাঁর যোগ রয়েছে। মিঠুনকে সাহায্য করার জন্য কয়েকটা ফোন করেন তিনি। এরপরেই খুনের খুমকিওয়ালা ফোন আসা বন্ধ হয়ে যায়।

তবে ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, সেই জন্য সঞ্জয় মিঠুনকে পরামর্শ দেন মন্দাকিনীর সঙ্গে যেন তিনি আর কোনও সিনেমা না করেন। সেই পরামর্শ মেনে নেন অভিনেতা। ওদিকে আবার শোনা যেতে থাকে, মন্দাকিনীও আস্তে আস্তে কোণঠাসা হয়ে পড়তে থাকে। এরপর একের পর এক সিনেমা থেকে বাদ পড়তে পড়তে শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রিই ছেড়ে দেন নায়িকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥