মাতৃত্বের মতো মধুর অনুভূতি খুব কমই হয়। সন্তানকে গর্ভে ধারণ করার যে খুশি তা ভাষায় বয়ান করা ভীষণ কঠিন। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়িকা (Bollywood Actress) আছেন যারা মাতৃত্বের স্বাদ অনুভব করলেও নিজের গর্ভে সন্তান ধারণ করেননি, বরং সারোগেসির (Surrogacy) মাধ্যমে সন্তানের মুখ দেখেছেন। কেউ কোনও কারণে বাধ্য হয়ে, কেউ আবার স্বেচ্ছায় এমন পথ বেছে নিয়েছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ নায়িকার নাম তুলে ধরলাম আমরা।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল আইকন। গোটা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে তাঁর। সেই প্রিয়াঙ্কা মা হয়েছেন খুব বেশি সময় হয়নি। তবে মেয়ে মালতি মেরিকে গর্ভে ধারণ করেননি তিনি। বরং সারোগেসির মাধ্যমে মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন অভিনেত্রী।
শিল্পা শেট্টি (Shilpa Shetty) : মা হওয়ার পর অভিনয় জগত থেকে খানিক দূরে সরে গিয়েছেন শিল্পা। স্বামী, সন্তানকে ঘিরেই আবর্তিত হয় অভিনেত্রীর গোটা দুনিয়া। ছেলে-মেয়ের পিছনে ছুটতে ছুটতেই দিনের বেশিরভাগ সময় কেটে যায় শিল্পার। জানিয়ে রাখি, অভিনেত্রীর দ্বিতীয় সন্তান কিন্তু সারোগেসির মাধ্যমে হয়েছে।
আরও পড়ুনঃ দেখলেই শিউড়ে উঠতো গা! কোথায় হারিয়ে গেলেন টলিউডের ‘কুখ্যাত’ ভিলেন সুমিত গাঙ্গুলী? রইল খোঁজ
আরও পড়ুনঃ টলিউডে ডেট পাওয়া যায় না! তেলেগু ইন্ডাস্ট্রি সম্মানটা ফিরিয়ে দিয়েছে, অকপট যীশু সেনগুপ্ত
প্রীতি জিন্টা (Preity Zinta) : বিয়ের পর বিদেশিনী হয়ে গিয়েছেন বলিউডের ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিন্টা। খুব বেশিদিন হয়নি যমজ সন্তানের মুখ দেখেছেন তিনি। তবে বাকিদের মতো প্রীতিও সারোগেসির মাধ্যমে সন্তানদের মুখ দেখেছেন।
সানি লিওনি (Sunny Leone) : নীল ছবির তারকা থেকে বলিউড অভিনেত্রী, নিজের জীবনে একাধিক চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হয়েছেন সানি। জনপ্রিয় এই নায়িকাও দুই সন্তানের জন্ম দেওয়ার জন্য সারোগেসি পদ্ধতিই বেছে নিয়েছিলেন।
কিরণ রাও (Kiran Rao) : বলিউড সুপারস্টার আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও বেশ কিছু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। যদিও অভিনেত্রীর থেকে বেশি প্রযোজক হিসেবে জনপ্রিয় তিনি।
তবে অনেকেই জানেন না, আমিরের প্রাক্তন স্ত্রীও সন্তান নিজের গর্ভে ধারণ করেননি। কিরণও সারোগেসির মাধ্যমেই সন্তানের মুখ দেখেছেন।