• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দু মুঠো খাবারের জন্য ভিক্ষা করেছি হোটেলে! কষ্টকর অতীতের কথা জানালেন বিদ্যা বালান

Updated on:

Bollywood actress Vidya Balan recalls begging for food at five star hotels

Vidya Balan Shares Past Experience: বলিউড (Bollywood) অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan) বারবার প্রমাণ করেছেন কেন তাঁকে ইন্ডাস্ট্রির সেরা শিল্পীদের মধ্যে গণ্য করা হয়। একাধিক চলচ্চিত্র বিশেষজ্ঞ তাঁকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘অন্যতম ভার্সেটাইল অভিনেত্রী’ আখ্যা দিয়েছেন। আর দেবেন নাই বা কেন! গতে বাঁধা চরিত্র ছেড়ে বারবার ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। শুধু তাই নয়, সেই সঙ্গে সাফল্যও পেয়েছেন তিনি। বিদ্যা প্রমাণ করেছেন, অভিনয় প্রতিভা থাকলে সিনেমা হিট করতে কোনও নায়কের প্রয়োজন পড়ে না।

বি টাউনের এই প্রতিভাময়ী অভিনেত্রীকে এরপর ‘নিয়ত’ ছবিতে দেখা যাবে। এই মুহূর্তে চুটিয়ে সেই সিনেমার প্রচার চালাচ্ছেন বিদ্যা। আর সেই প্রচারে গিয়েই নিজের অতীতের এক অজানা কাহিনী প্রথমবার সবার সামনে আনেন অভিনেত্রী। তিনি জানান, কীভাবে একসময় পাঁচতারা হোটেলের (Five Star Hotel) সামনে দাঁড়িয়ে ভিক্ষা (Beg) করেছিলেন তিনি।

Vidya Balan, Vidya Balan begging at five star hotel

এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় বিদ্যা জানান, একবার মুম্বইয়ের এক নামী পাঁচতারা হোটেলের সামনে দাঁড়িয়ে তিনি কিছু খাবারের (Food) জন্য ভিক্ষা চেয়েছিলেন । অভিনেত্রী বলেন, ‘আমায় বলা হয়েছিল ওবেরয়- দ্য পামসের দরজায় গিয়ে খাবারের জন্য ভিক্ষা চাইতে হবে।… আমি বারবার দরজায় ধাক্কা দিচ্ছিলাম। শেষ পর্যন্ত সেখানকার মানুষরা বিরক্ত হয়ে উঠেছিলেন। আমি বহুবার এটা করেছি’।

বিদ্যার সংযোজন, ‘আমি দরজায় ধাক্কা দিতে দিতে বলতাম, ‘আমার খুব ক্ষিদে পেয়েছে। গতকাল থেকে আমি কিছু খাইনি’। কিছু সময় পর ভেতরের লোকেরা মুখ ফিরিয়ে নিতেন’। যদিও অর্থাভাবের কারণে নয়, বরং বন্ধুর সঙ্গে বাজি লড়ে পাঁচতারা হোটেলের সামনে ভিক্ষা করেছিলেন বিদ্যা।

আরও পড়ুনঃ বন্ধুরা বাবা-মা হয়ে যাচ্ছেন! আর এদিকে ৫০ পেরিয়েও সিঙ্গেল এই ৪ বলিউড তারকা

Vidya Balan, Vidya Balan begging at five star hotel

আরও পড়ুনঃ ‘বাহুবলী’ বা ‘আদিপুরুষ’ নয়, ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি বাজেটের ছবি কোনটি জানেন?

‘দ্য ডার্টি পিকচার’ অভিনেত্রী জানান, ‘জিম-জ্যাম বিস্কুটের জন্য আমি বাজি লড়েছিলাম। আসলে আমাদের কনসার্টের স্পনসর ছিল ব্রিটানিয়া। আমরা প্রচুর বিস্কুট পেয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হল, আমি এই বাজি জিতলে আরও এক প্যাকেট বেশি জিম-জ্যাম বিস্কুট পেতাম। আর আমি শেষ পর্যন্ত বাজি জিতে সেটা পেয়েওছিলাম’।

প্রসঙ্গত, বিদ্যার আসন্ন সিনেমা ‘নিয়ত’এ তিনি ছাড়াও বলিউডের আরও একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন। অনু মেনন পরিচালিত এই ছবিতে বিদ্যার পাশাপাশি রাম কাপুর, নীরজ কবি, সাহানা গোস্বামী, রাহুল বসু, অমৃতা পুরী, দীপান্বিতা শর্মার মতো তারকাদের দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥