• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধুরা বাবা-মা হয়ে যাচ্ছেন! আর এদিকে ৫০ পেরিয়েও সিঙ্গেল এই ৪ বলিউড তারকা

Published on:

Bollywood industry 4 single celebrity

Bollywood Celebrities who are unmarried after 50’s: বলিউড (Bollywood) মানেই ঝাঁ চকচকে গ্ল্যামার ওয়ার্ল্ড। আর এই ইন্ডাস্টির  সাথে যুক্ত তারকাদের জীবনে নাম-যশ-খ্যাতি প্রভাব-প্রতিপত্তি কোন কিছুরই অভাব থাকে না। রুপালি পর্দায় তাঁদের উপস্থিতিতে ঝড় ওঠে অসংখ্য তরুণীর হৃদয়ে। বলিউডের হ্যান্ডসাম হিরোদের মতো মনের মানুষ চান দেশ-বিদেশের অসংখ্য তরুণীরা।  আমাদের আমাদের দেশের অসংখ্য মেয়ের রাতের ঘুম উড়িয়েছেন বলিউডের একাধিক সুপারস্টার। পর্দায় তারা একাধিক নায়িকার প্রেমে পড়েছেন ঠিকই কিন্তু বাস্তব জীবনে আজও মন দেওয়ার মতো মনের মানুষ খুঁজে পাননি তাঁরা।

বয়স নিজের গতিতে এগিয়ে চললেও এইসব বলিউডের হ্যান্ডসাম হিরোরা আজও রয়ে গিয়েছেন সিঙ্গেল। তাই শুধুমাত্র বলিউডের ভাইজান সালমান খানই  নন এই তালিকায় রয়েছেন আরও  চার জন হ্যান্ডসাম মোস্ট এলিজাবেল ব্যাচেলর। এরা প্রত্যেকেই নিজের  নিজের ক্যারিয়ারে দারুন সফল। কেউ বলিউডের সফল হিরো তো কেউ আবার সুপ্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার। কিন্তু আজও বিয়ের কথা উঠলে মুখ ফিরিয়ে নেন এই বলিউড সেলেবরা।

সালমান খান (Salman Khan): বলিউডের জনপ্রিয় সুপারস্টার সালমান খানের নাম শুনতেই আজও ঝড় ওঠে অসংখ্য তরুণীর মনের ভিতর। বয়স প্রায় ষাটের কোটায় এসে পৌঁছালেও আজও পর্দায় এবং পর্দার বাইরে চুটিয়ে প্রেম করছেন কম বয়সী নায়িকাদের সাথে। কিন্তু এই বয়সে এসে আজও সিঙ্গেল সালমান খান। বয়স ৫৭ হলেও কিন্তু আজও সিঙ্গেল বি টাউনের এই মোস্ট এলিজবল ব্যাচেলর।

Salman Khan, Kanjoos Bollywood stars

ডিনো মরিয়া  (Dino Morea): বলিউডের এই হ্যান্ডসাম হিরোদের তালিকায় রয়েছেন অভিনেতা ডিনো মরিয়াও। আজও তাঁকে দেখলেই প্রেমে পড়ে যান অসংখ্য যুবতী। বয়স প্রায় ৫০-এর কোটায় এসে পৌঁছালেও আজও অবিবাহিত এই অভিনেতা।

বলিউড,Bollywood,সিঙ্গেল,Single,অবিবাহিত,Unmarried,সালমান খান,Salman Khan,ডিনো মরিয়া,Dino Morea,রাহুল খান্না,Rahul Khanna,মনীষ মালহোত্রা,Manish Malhotra

রাহুল খান্না (Rahul Khanna):  এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা রাহুল খান্নাও। জনপ্রিয় এই বলিউড অভিনেতার বর্তমান বয়স ৫১ হলেও এখনও বিয়ে করার মতো মনের মানুষ খুঁজে পাননি তিনি।

Rahul Khanna

মনীষ মালহোত্রা (Manish Malhotra): সদা সিঙ্গেল এই বলিউড সেলেবদের তালিকায় রয়েছেন ইন্ডাস্ট্রির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রাও। তাঁর ডিজাইন করা পোশাকেই পূর্ণতা পায় বলিউড সেলেবদের বিয়ে।

Manish Malhotra

তবে বর্তমানে জনপ্রিয় এই ফ্যাশন ডিজাইনারের বয়স ৫৬ হলেও আজও অবিবাহিত থেকে গিয়েছেন তিনি নিজে। তবে একাধিক নাম লিস্টে থাকলেও ভক্তরা কিন্তু ভাইজান অর্থাৎ সালমান খানের বিয়ের জন্য চাতক পাখির মত বসে আছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥