• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মুসলিম হয়েও বারবার কেন হিন্দু মন্দিরে যান?’ মোক্ষম জবাবে নিন্দুকদের মুখে ঝামা ঘষলেন সারা

Sara Ali Khan’s reply to trolling for her Temple Visits: এই মুহূর্তে বলিউডের (Bollywood) প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন সারা আলি খান (Sara Ali Khan)। তারকাসন্তান হলেও নিজের অভিনয়ের মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ে। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু হয়েছিল সারার । এরপর থেকে পিছন ফিরে দেখতে হয়নি তকে। ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি।

সারার শেষ সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’ও বক্স অফিসে ভালো টাকা আয় করেছে। ভিকি-সারা জুটিও দর্শকদের বেশ ভালো লেগেছে। কেরিয়ারের নিরিখে ভালো জায়গায় থাকলেও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের (Troll) নিশানায় চলে আসেন সইফের মেয়ে। বিশেষত, সারার মন্দিরে (Temple) গিয়ে পুজো দেওয়ার বিষয়টি একেবারেই ভালো চোখে দেখেন না নেটিজেনদের একাংশ।

   

Sara Ali Khan in Temple, Sara Ali Khan on visiting Temple

সারার বাবা সইফ মুসলিম হলেও, মা অমৃতা কিন্তু হিন্দু। একাধিকবার মন্দিরে পুজো (Puja) দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কখনও ছবি রিলিজের আগে, কখনও জন্মদিনের সময়, কখনও আবার ছবি হিট হওয়ার পর- জীবনে কিছু ভালো হলেই সারা ভগবানের আশীর্বাদ নিতে ছুটে যান। কেদারনাথ, কামাখ্যায় গিয়েছেন তিনি। অভিনেত্রীকে শেষ পুজো দিতে দেখা গিয়েছিল উজ্জয়িনীর কাল ভৈরব মন্দিরে। তা নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে।

সারা এই প্রসঙ্গে বলেন, ট্রোল তাঁর কাছে ব্যাকগ্রাউন্ড নয়েজের মতো। এগুলিকে তিনি বিশেষ পাত্তা দেন না। ট্রোলিং যতক্ষণ না তাঁর কাজকে প্রভাবিত করছে, ততক্ষণ তিনি চুপ করে থাকেন। সেই সঙ্গেই অভিনেত্রী বলেন, মানুষ বিনোদন পাওয়ার জন্য কিছু না কিছু তো করতেই থাকে।

আরও পড়ুনঃ ক্লাস এইটেই প্রথম মা হয়েছিলেন শুভশ্রী! রইল ইউভানের ‘বদ্দা’র ছবিসহ নাম ও পরিচয়

Sara Ali Khan in Temple, Sara Ali Khan on visiting Temple

আরও পড়ুনঃ বন্ধুরা বাবা-মা হয়ে যাচ্ছেন! আর এদিকে ৫০ পেরিয়েও সিঙ্গেল এই ৪ বলিউড তারকা

‘কেদারনাথ’ নায়িকার সংযোজন, ‘আপনার যদি ভালোলাগে তাহলে ভালো, আর যদি ভালো না লাগে তার মানে এটা নয় যে আমি আর যাব না। এটা আমার একান্ত ব্যক্তিগত পছন্দ’। এর আগে ‘জারা হটকে জারা বাঁচকে’র প্রচারের সময় উজ্জয়িনীর মহাকাল মন্দির, মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে দর্শন করতে গিয়েছিলেন সারা।

হিন্দু মন্দিরে গিয়ে পুজো দেওয়া প্রসঙ্গে একাধিকবার ট্রোলের মুখে পড়েছেন সারা। তবে অভিনেত্রীর এই প্রসঙ্গে সাফ জবাব, তিনি আজমের শরিফে যে ভক্তি নিয়ে যান, সেই একই ভক্তি নিয়ে মহাকাল মন্দির কিংবা বাংলা সাহেব গুরুদ্বারে পুজো দেন। নিজের সপাট জবাবে একাধিক কটাক্ষকারীর মুখ বন্ধ করে দেন সারা।

site