• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্লাস এইটেই প্রথম মা হয়েছিলেন শুভশ্রী! রইল ইউভানের ‘বদ্দা’র ছবিসহ নাম ও পরিচয়

Published on:

Tollywood actress Subhashree Ganguly becomes mother when she is in class eight

Tollywood actress Subhashree Ganguly’s first child: টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রীদের একজন তিনি। সেইসাথে স্বামী রাজ চক্রবর্তী আর বড় ছেলে ইউভান কে নিয়ে এখন ভরা সংসার তাঁর। ইউভানকে বড় বললাম, কারণ সদ্য এক বিরাট সুখবর দিয়েছেন এইটলিউড ডিভা। আসলে খুব শিগগিরই রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিবারের আসছে নতুন সদস্য।

অর্থাৎ দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলী। যার ফলে সেদিনের ছোট্ট ইউভানও এবার বড় দাদা হতে চলেছেন। নতুন খেলার সাথী আসছে তার জীবনে। সদ্য ইউভানকে বড় দাদা হিসাবে প্রমোট করেছিলেন রাজ শুভশ্রী দুজনেই। কিন্তু জানলে অবাক হবেন রাজ চক্রবর্তীর সাথে বিয়ে হওয়ার অনেক আগেই মা হয়ে গিয়েছিলেন শুভশ্রী। সেসময় অভিনেত্রী  পড়তেন ক্লাস এইটে।

Raj Chakraborty Subhashree Ganguly and Yuvaan Chakraborty, Subhashree Ganguly pregnant

এই বয়সেই তিনি মা হয়েছিলেন এক ছেলের। তিনি আর কেউ নন তিনি হলেন শুভশ্রীর দিদি দেবশ্রীর ছেলে। হ্যাঁ ঠিকই পড়ছেন শুভশ্রীর প্রথম সন্তান হলেন তাঁর দিদি দেবশ্রীর ছেলে অনীশ। এমনিতে অনীশ সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ।

ছোটবেলায় সেভাবে বাবার আদর না পেলেও মা এবং মাসি সারাক্ষণ আদোরে আগলে রেখেছিলেন তাঁকে।  আসলে শুভশ্রীর দিদি দেবশ্রীর জীবনে একটা সময় বয়ে গিয়েছে ব্যাপক ঝড় ঝাপটা। সন্তান হওয়ার পরেই স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ায় সে সময় দিদি দেবশ্রীর পাশে ছিলেন শুভশ্রী।

আরও পড়ুনঃ একাধিক প্রেম এলেও কেন আজও অবিবাহিত রয়ে গেলেন সাবিত্রী চ্যাটার্জী!

Tollywood actress Subhashree Ganguly becomes mother when she is in class eight

আরও পড়ুনঃ ছোটপর্দায় কামব্যাকের আগেই সুখবর! নতুন ওয়েব সিরিজের নায়িকা হচ্ছেন ‘ফুলঝুরি’ মানালি

একবারের সাক্ষাৎকারে দেবশ্রী জানিয়েছিলেন ছেলেকে দার্জিলিং-এর বোডিং স্কুলে ভর্তি করার সময় কিছু টাকা কম পড়েছিল সে সময় নাকি শুভশ্রী এগিয়ে এসেছিলেন নিজে থেকেই। অল্প বয়সেই চোখের সামনে দিদির জীবনের পরিস্থিতি মানসিক ভাবে বেশ খানিকটা বড় করে দিয়েছিল শুভশ্রীকে। তাই দিদির সন্তানকে নিজের সন্তানের মতোই  ভালোবাসেন শুভশ্রী। একসময় অনীশের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলেন শুভশ্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥