• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই মাদক নিতেন সুশান্ত? ‘ডাইনি’ অপবাদের স্মৃতি উস্কে ৩ বছর পর বিস্ফোরক রিয়া চক্রবর্তী

Updated on:

Rhea Chakraborty revelas if she gave drugs to Sushant Singh Rajput

দেখতে দেখতে ৩ বছর হয়ে গিয়েছে বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) প্রয়াত হয়েছেন। এখনও তাঁর অকালমৃত্যু মেনে নিতে পারেনি অনেকে। পাশাপাশি অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এখনও অনেকের চোখে দোষী। অভিনেতার মৃত্যুর পর থেকে হাজার অভিযোগ বাণে বিদ্ধ হয়েছেন এই বাঙালি নায়িকা। ‘খুনি’ থেকে শুরু করে ‘ডাইনি’, বহু তকমা জুটেছে তাঁর কপালে।

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের আবাসন থেকে উদ্ধায় হয় সুশান্ত মৃতদেহ। সেই ঘটনার পর তিন বছর কেটে গেলেও এখনও কোনও কূলকিনারা করতে পারেনি তদন্তকারী সংস্থা। অভিনেতা আত্মহত্যা করেছিলেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? সেই উত্তর আজও পায়নি তাঁর পরিবার এবং অনুরাগীরা।

Rhea Chakraborty and Sushant Singh Rajput, Rhea Chakraborty on giving drugs to Sushant Singh Rajput

সম্প্রতি এক অনুষ্ঠানে সুশান্তকে নিয়ে মুখ খোলেন তাঁর একসময়কার প্রেমিকা রিয়া। অভিনেতার মৃত্যুর পর মাদকচক্রের যোগ সন্দেহে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। অভিযোগ উঠেছিল, অভিনেতাকে মাদক সরবারহ করতেন রিয়াই। প্রায় মাস খানেক জেলবন্দি ছিলেন সুশান্তের তৎকালীন প্রেমিকা। সম্প্রতি এই বিতর্কিত অভিনেত্রী জানান, এখনও রোজ সুশান্তকে মিস করেন তিনি।

আরও পড়ুনঃ রিয়্যালিটি শো মানেই নাটক-ঝামেলা দেখিয়ে আসে TRP! বিস্ফোরক ‘ইন্ডিয়ান আইডল’ বিচারক কুমার শানু

এক সাক্ষাৎকারে রিয়া বলেন, পিতৃতান্ত্রিক সমাজের নিয়মকানুন তিনি মানতে নারাজ। পাশাপাশি মাদক প্রসঙ্গে কথা ওঠায় অভিনেত্রী বলেন, ‘আমি মাদক নিয়ে আসলে কোনও কথা বলতে চাই না। এমনকি এনসিবি নিয়েও কোনও মন্তব্য করতে চাই না। এবার এই বিষয়টা নিয়ে কথা বলা বন্ধ হোক’।

আরও পড়ুনঃ তুমিও কি মায়ের বাবু? ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভকে গুগলি বাবুউউর মায়ের, কী উত্তর দিলেন দাদা?

Rhea Chakraborty and Sushant Singh Rajput, Rhea Chakraborty on giving drugs to Sushant Singh Rajput

সুশান্তের মৃত্যুর পর রাতারাতি পাল্টে যায় রিয়ার জীবন। আচমকা সবার কাছে ‘ভিলেন’ হয়ে যান তিনি। সেই পরিস্থিতি নিয়েও সম্প্রতি কথা বলেন এই অভিনেত্রী। রিয়া বলেন, ‘একটা সময় ছিল আমি যেখানেই যেতাম, মনে হতো লোকে আমায় করুণা করছে’।

এখানেই থামেননি রিয়া। অভিনেত্রী আরও বলেন, ‘যখন নতুন লোকের সঙ্গে কথা বলি, তখন মনে হয় আমি তাঁদের মনের কথা শুনতে পাচ্ছি। মাঝে মধ্যে লোকে আমার দিকে তাকায়, মনে হয় আমিই অপরাধী’। রিয়ার কথায়, সুশান্তের মৃত্যু তাঁর কাছে একটি ক্ষতের জায়গা। তিন বছর পরেও অভিনেতাকে ভুলতে পারেননি তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥