• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড্ড অহংকার! ছবি তুলতে চাওয়ায় সাংবাদিককে থাপ্পড় মারলেন রেখা, নিমেষে ভাইরাল ভিডিও

Published on:

Bollywood,Rekha,Slap,Pap,Selfie,Bollywood actress,Bollywood actor,Actor,Bollywood news,Video,Social media,Viral,রেখা,বলিউড,সাংবাদিক,থাপ্পড়,সেলফি,অভিনেত্রী,বলিউড অভিনেত্রী,ভিডিও,সোশ্যাল মিডিয়া,ভাইরাল,বলিউডের খবর,Rekha slaps pap,সাংবাদিককে রেখার থাপ্পড়

বলিউডের (Bollywood) এভারগ্রিন অভিনেত্রী রেখাকে (Rekha) নিয়ে সংবাদমাধ্যমে চর্চা চলতেই থাকে। অভিনেত্রীর গুণমুগ্ধ ভক্তের সংখ্যা প্রচুর। এমন অনেকে আছেন যারা তাঁকে এক ঝলক দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন। রেখাকে সামনে দেখলে ছবি তোলার আবদারও জুড়ে দেন অনেকে। সম্প্রতি যেমন এই আবদার করেই অভিনেত্রীর হাতে থাপ্পড় (Slap) খান এক সাংবাদিক (Pap)!

এমনিতে রেখা ভীষণ মজার মানুষ। বর্ষীয়ান অভিনেত্রীর ঠোঁটের কোণায় সব সময় এক চিলতে হাসি লেগে থাকে। জনসমক্ষে তেমন মেজাজ হারাতে দেখা যায় না তাঁকে। সেই জন্য নেটিজেনদের ভীষণ পছন্দের তারকা তিনি। কিন্তু সম্প্রতি সেই রেখাই যেভাবে এক সাংবাদিককে চড় কষিয়েছেন তা ভালোভাবে নেননি সোশ্যাল মিডিয়া (Social Media) ইউজাররা।

Rekha, Rekha slaps a pap

সম্প্রতি নেটমাধ্যমে ‘সিলসিলা’ অভিনেত্রীর একটি ভিডিও (Video) ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেই ভিডিওয় জনপ্রিয় ফ্যাশান ডিজাইনার মনীশ মলহোত্রার (Manish Malhotra) সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে রেখাকে। এরপর একজন সাংবাদিক বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার আবদার করেন। তখনই সেই ব্যক্তিকে থাপ্পড় মারেন তিনি।

আরও পড়ুন- একেবারে নির্লজ্জ! জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ‘ছ্যাবলামি’ করিনার, ভিডিও দেখে রাগে ফুঁসছে নেটপাড়া

Rekha, Rekha slaps a pap

যদিও রাগের বশে নয়, বরং মজা করেই সংশ্লিষ্ট সাংবাদিককে থাপ্পড় মেরেছেন রেখা। অভিনেত্রীর মুখের অভিব্যক্তি এবং থাপ্পড় মারার ধরণ দেখেই সেকথা আন্দাজ করা যাচ্ছে। তবে এই ভিডিও দেখে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন, সংশ্লিষ্ট সাংবাদিক ভীষণ ভাগ্যবান যে তাঁকে রেখা স্পর্শ করেছেন। কারোর আবার মত, অভিনেত্রী যেটা করেছেন সেটা ঠিক নয়।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


আরও পড়ুন- দেবীপক্ষে দুর্গা রূপে আসছেন কোয়েল মল্লিক! কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে? রইল সেই খবর

প্রসঙ্গত, রেখা এমন একজন অভিনেত্রী যিনি নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সৌজন্যেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। ‘মেগাস্টার’ অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একসময় কম জলঘোলা হয়নি। শোনা গিয়েছিল, স্ত্রী জয়া বচ্চনকে ঠকিয়ে রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ‘শোলে’ অভিনেতা। একবার সিমি গেরেওয়ালের শো’য়ে গিয়ে অমিতাভের প্রতি নিজের ভালোবাসার কথাও স্বীকার করে নিয়েছিলেন তিনি। রাখঢাক না করেই অভিনেত্রী বলেছিলেন, ‘গোটা বিশ্বের ভালোবাসার সঙ্গে আরও কিছুটা জুড়লে যতখানি হয়, আমি ওই মানুষটাকে ততখানি ভালবাসি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥