• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবীপক্ষে দুর্গা রূপে আসছেন কোয়েল মল্লিক! কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে? রইল সেই খবর

Published on:

Star Jalsha Mahalaya 2023 Koel Mallick will be seen as Devi Durga

দুর্গাপুজো (Durga Puja) মানে বাঙালির গর্ব, দুর্গাপুজো মানে বাঙালির আবেগ। সারা বছর ধরে মায়ের আগমনের অপেক্ষাতেই থাকে আপামর বঙ্গবাসী। আজ থেকে ঠিক ৭৩ দিনের মাথায় শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। মহালয়া (Mahalaya 2023) আসার সঙ্গেই শুরু হয়ে যাবে উৎসবের আমেজ। মহালয়ার দিন ভোরবেলা উঠে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনা এবং তারপর টিভির সামনে বসে মহালয়া (Mahalaya) দেখাটাও এখন যেন এই উৎসবেরই অংশ হয়ে গিয়েছে। সেই জন্য স্টার জলসা (Star Jalsha), জি বাংলার (Zee Bangla) মতোও বিনোদনমূলক চ্যানেলগুলি এখন থেকেই মহালয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

প্রত্যেক বছর মহালয়ায় স্টার জলসা, জি বাংলা দর্শকদের জন্য কোনও না কোনও চমক ঠিক নিয়ে আসে। টলিউড নায়িকাদের পাশাপাশি এখন সিরিয়ালের নায়িকাদেরও দেবী দুর্গার নানান রূপে দেখতে পান দর্শকরা। মহালয়া আসার আগে থেকেই তাই কোন চ্যানেলে কোন অভিনেত্রীকে দুর্গা রূপে দেখা যাবে সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে দর্শকমহলে।

Koel Mallick and Subhashree Ganguly, Mahalaya 2023, Star Jalsha Mahalaya 2023

  • শুভশ্রী, কোয়েল নাকি শ্রাবন্তী- এবার দুর্গা হচ্ছে কে?

গত কয়েক বছরে দুর্গা হিসেবে শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং কোয়েল মল্লিককেই (Koel Mallick) দেখেছেন দর্শকরা। ঘুরিয়ে ফিরিয়ে এই নায়িকাদেরই বিভিন্ন চ্যানেলে দেবী দুর্গা হিসেবে দেখা যায়। গত বছর ঋতুপর্ণা সেনগুপ্তেরও দেখা পাওয়া গিয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, দেবী দুর্গা রূপে আবারো ফিরতে চলেছেন টলি সুন্দরী কোয়েল মল্লিক।

  • কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কোয়েল?

যতদূর জানা গিয়েছে, চলতি বছর মহালয়ায় স্টার জলসায় দেবী দুর্গা রূপে দেখা যাবে কোয়েলকে। এই বছর কোয়েলের স্বামী নিসপাল সিং রানের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস সম্পূর্ণ অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে। আগামী ১৪ অক্টোবর টিভির পর্দায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। সেদিন ভোরবেলা স্টার জলসা খুলে বসলেই কোয়েলকে দেবী দুর্গা রূপে দেখতে পাবেন দর্শকরা।

Koel Mallick as Devi Durga, Star Jalsha Mahalaya 2023

  • জি বাংলা, কালার্স বাংলায় দেবী দুর্গা হচ্ছেন কারা?

স্টার জলসায় দেবী দুর্গা হিসেবে কোয়েলকে দেখতে পাওয়া যাবে একথা শোনা গেলেও, জি বাংলা এবং কালার্স বাংলায় কাদের দেখা যাবে তা এখনও জানা যায়নি। টলিউডের অন্যান্য নায়িকাদের মধ্যে শুভশ্রী তাঁর গর্ভাবস্থার কারণে হয়তো এই বছর মহালয়ায় অংশগ্রহণ করবেন না। এবার দেখা যাক, জি বাংলা এবং কালার্স বাংলায় দেবী দুর্গা হিসেবে শেষ পর্যন্ত কাদের নির্বাচিত করে চ্যানেল কর্তৃপক্ষ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥