• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন বছরেই সুখের সংসারের ইতি, বিচ্ছেদের পথে হাঁটলেন প্রিয়াঙ্কা চোপড়া!

Published on:

Bollywood actress Priyanka Chopra has parted ways from her restaurant Sona

বলিউড (Bollywood) অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন গ্লোবাল আইকন। হলিউডে চুটিয়ে কাজ করছেন তিনি। নিজের প্রতিভার জোরে বিদেশে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন এই বঙ্গ তনয়া। ভারতের পাশাপাশি এখন গোটা বিশ্বে অনুরাগী রয়েছে তাঁর। সম্প্রতি সেই প্রিয়াঙ্কাই একটি বিরাট সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন, যা শুনে চমকে গিয়েছেন অভিনেত্রীর ভক্তরা।

প্রিয়াঙ্কা এমন একজন অভিনেত্রী যিনি অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও বিনিয়োগ করেছিলেন। তিনি যেমন মডেল-অভিনেত্রী হিসেবে সফল, তেমনই ব্যবসায়ী হিসেবেও প্রচণ্ড সফল তিনি। অনেকেই জানেন, ২০২১ সালে নিউ ইয়র্কে নিজের সাধের রেস্তোরাঁ ‘সোনা’ (Sona) উদ্বোধন করেছিলেন অভিনেত্রী। বন্ধু মনীশ কে’র সঙ্গে যৌথভাবে এই রেস্তোরাঁ (Restaurant) খুলেছিলেন তিনি।

Priyanka Chopra was told to get a boob job actress horrible bollywood memories

তবে সম্প্রতি জানা গিয়েছে, প্রিয়াঙ্কা ‘সোনা’র সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছেন। সম্প্রতি রেস্তোরাঁর সহ-প্রতিষ্ঠাতা মনীশ এক নামী সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, ক্রিয়েটিভ পার্টনারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা। তবে রেস্তোরাঁর এই পদ থেকে সরে গেলেও, প্রিয়াঙ্কা চিরকাল ‘সোনা’ পরিবারের অংশ হয়ে থাকবেন বলেই জানিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এই চরম সিদ্ধান্ত নিলেন ‘দেশি গার্ল’?

আরও পড়ুনঃ এক ভুলেই বরবাদ কেরিয়ার! পরম সুন্দরী হয়েও কেন বলিউড থেকে হারিয়ে গেলেন রেখার বোন?

Priyanka Chopra parted ways from her restaurant Sona

প্রিয়াঙ্কার মুখপাত্র এই বিষয়ে বলেন, ‘সোনার সঙ্গে যুক্ত হওয়াটা প্রিয়াঙ্কার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল। তবে এবার সোনা থেকে দূরে সরে এসে জীবনের আরও বিশাল ব্যাপ্তি উপলব্ধি করতে চান অভিনেত্রী’। এই কারণেই নিজের সাধের রেস্তোরাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ‘দেশি গার্ল’।

আরও পড়ুনঃ প্রেমিকের সাথে রাত কাটিয়ে সহবাস করেও বিয়ে করেনি! ৪০ পেরিয়েও ‘কুমারী’ এই ৫ বলি অভিনেত্রীরা

Priyanka Chopra parted ways from her restaurant Sona

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা যখন ‘সোনা’ খুলেছিলেন তখন তাঁকে কম কটাক্ষ শুনতে হয়নি। রেস্তোরাঁর প্রত্যেকটি জিনিসের আকাশছোঁয়া দাম দেখে চোখ কপালে উঠেছিল প্রত্যেকের। ‘সোনা’র একটি সিঙারার মূল্য ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ১০০০ টাকা। মুম্বইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড বড়া পাওয়ের মূল্য ছিল ১ হাজারের কিছু বেশি।

অপরদিকে সাধারণ ন্যাপকিনের দাম ছিল ৩৪৭০ টাকা। সে যাই হোক, এখন আপাতত খাবার-দাবার থেকে সরে আরও বৃহত্তর কিছুতে বিনিয়োগ করতে চান প্রিয়াঙ্কা। দেখা যাক, এবার কীসের ব্যবসা খোলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥