• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকের সাথে রাত কাটিয়ে সহবাস করেও বিয়ে করেনি! ৪০ পেরিয়েও ‘কুমারী’ এই ৫ বলি অভিনেত্রীরা

Updated on:

Bollywood actress who are still unmarried after 40

Bollywood Unmarriaed Actresses : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে প্রেম-বিচ্ছেদ নতুন কোনও ব্যাপার নয়। বিনোদন দুনিয়ায় সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে। তবে এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এমন অনেক অভিনেত্রী (Bollywood Actress) রয়েছেন যারা সম্পর্ক ভাঙায় বিশ্বাসী হলেও, বিয়ে ভাঙায় একেবারেই বিশ্বাসী নন! সেই জন্য একাধিক সম্পর্কে জড়ালেও কখনও বিয়ের পিঁড়িতে বসেননি (Unmarried) তাঁরা। আজকের প্রতিবেদনে বি টাউনের এমনই ৫ নায়িকার নাম তুলে ধরা হল।

পারভিন বাবি (Parveen Babi)- আশির দশকে বলিউড কাঁপানো নায়িকাদের মধ্যে একজন হলেন পারভিন। সুন্দরী এই অভিনেত্রীর প্রেমে পাগল ছিলেন বহু অভিনেতা-পরিচালক। একাধিক তারকার সঙ্গে সম্পর্কেও জড়িয়েছিলেন তিনি। তবে কোনও সম্পর্কই ছাদনাতলা অবধি গড়ায়নি। জীবনের শেষ বছরগুলো সম্পূর্ণ একা কাটিয়েছিলেন পারভিন।

Parveen Babi, Unmarried Bollywood actress

টাবু (Tabu)- বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকার সঙ্গেও নাম জড়িয়েছেন টাবুর। সাজিদ নাদিয়াদওয়ালা, অজয় দেবগণের পাশাপাশি সাউথ সুপারস্টার নাগার্জুনের সঙ্গেও অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আজও অবিবাহিতা তিনি।

আরও পড়ুনঃ বাপ বাপই থাকে! শাহরুখ-সলমনকে তুড়ি মেরে উড়িয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল সানির ‘গদর ২’

Tabu, Unmarried Bollywood actress

সুস্মিতা সেন (Sushmita Sen)- দেখতে দেখতে ৫০ হতে চলল বঙ্গ তনয়া সুস্মিতার। প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবনে একাধিকবার প্রেম এসেছে। তবে কখনও সেই সম্পর্ক বিয়ে অবধি গড়ায়নি। শোনা যায়, এখন ১৫ বছরের ছোট প্রেমিক রহমান শলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ কেন হেমা মালিনীর জন্য গোটা হাসপাতাল বুক করেছিলেন ধর্মেন্দ্র? এতবছর পর ফাঁস হল আসল কারণ

Sushmita Sen, Unmarried Bollywood actress

সুরাইয়া (Suraiya)- ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী সুরাইয়াও এই তালিকায় স্থান করে নিয়েছেন। সুপারস্টার দেব আনন্দের সঙ্গে তাঁর প্রেম ছিল বলে শোনা যায়। অভিনেতা নাকি একটি সিনেমার সেটে হীরের আংটি দিয়ে নায়িকাকে প্রোপোজও করেছিলেন। তবে সুরাইয়ার ঠাকুমার অভিনেতাকে পছন্দ ছিল না। সেই জন্য তাঁদের সাত পাক ঘোরা হয়নি।

Suraiya, Unmarried Bollywood actress

আমিশা পটেল (Ameesha Patel)- ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘গদর’ খ্যাত নায়িকা আমিশার নামও এই তালিকায় রয়েছে। একসময় তাঁর প্রেমে হাবুডুবু খেত বহু পুরুষ। ইন্ডাস্ট্রির অনেক তারকারও পছন্দ ছিল আমিশাকে।

Ameesha Patel, Unmarried Bollywood actress

একসময় পরিচালক বিক্রম ভাটের সঙ্গে আমিশার প্রেম ছিল বলিউডের ওপেন সিক্রেটগুলির মধ্যে একটি। তবে সেই সম্পর্ক টেকেনি। এরপর একাধিকবার অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গেলেও তিনি বিয়ের পিঁড়িতে বসেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥