• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গদর ২ অতীত, প্রীতিজিন্টার সাথে দেশ ভাগের গল্প নিয়ে বক্স অফিস কাঁপাতে তৈরী সানি দেওল!

বহু বছর হয়ে গেল বড়পর্দায় দেখা নেই বলিউডের ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিন্টার (Preity Zinta)। একসময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bollywood) চুটিয়ে করলেও এখন স্বামী-সন্তানদের নিয়ে বিদেশে সংসার করছেন তিনি। আইপিএলের সময়টাতেই যা একটু দেখা মেলে তাঁর! গত কয়েক বছর শোবিজের দুনিয়া থেকে দূরে থাকার পর এবার প্রীতি কামব্যাক করতে চলেছেন খবর। সানি দেওলের (Sunny Deol) বিপরীতে দেখা যাবে নায়িকাকে।

বলিউডে (Bollywood) কান পাতলে শোনা যাচ্ছে, ‘লাহোর ১৯৪৭’ (Lahore 1947) ছবিতে দেখা যাবে সানি-প্রীতিকে। গত বুধবার মুম্বইয়ের একটি নামী স্টুডিও থেকে লুক টেস্ট সেরে বেরোত দেখা যায় নায়িকাকে। এরপরেই ছড়িয়ে পড়ে ‘কাল হো না হো’ নায়িকার কামব্যাকের খবর।

   

Preity Zinta and Sunny Deol may work together in Lahore 1947

একটা সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন ছিলেন প্রীতি (Preity Zinta)। তাঁর ঝুলিতে রয়েছে ‘কাল হো না হো’, ‘কোই মিল গয়া’, ‘বীর জারা’র মতো একাধিক আইকনিক ছবি। সানি দেওলের (Sunny Deol) সঙ্গেও কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি। ‘দ্য হিরোঃ লাভ স্টোরি অফ আ স্পাই’ (The Hero: Love Story of A Spy) সিনেমায় সানি-প্রীতির জুটি নজর কেড়েছিল দর্শকদের।

আরও পড়ুনঃ কোটি টাকা থেকেও কপালে নেই সুখ, পরিবারক ঝামেলায় জেরবার এই ৫ বলি তারকাদের জীবন

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এবার সেই সানি দেওলের হাত ধরেই ফের লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে কামব্যাক করছেন প্রীতি। ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ ছবিতে দেখা যাবে তাঁদের। শোনা যাচ্ছে, দেশভাগের পটভূমিতে তৈরি হবে এই সিনেমা। বুধবার এই ছবির লুক টেস্ট করতেই গিয়েছিলেন নায়িকা।

Preity Zinta comeback with Lahore 1947

এর আগে করণ জোহরের ‘কফি উইথ করণ’এ এসে ‘লাহোর ১৯৪৭’ প্রসঙ্গে কথা বলেছিলেন সানি। অভিনেতা বলেন, ‘গদর ২’র সাকসেস পার্টিতে এসে আমির খান তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরের দিনই দু’জনে দেখা করে বেশ কিছু প্রোজেক্ট নিয়ে কথা বলেন। শেষ অবধি ‘লাহোর ১৯৪৭’ ছবিটি ফাইনাল হয়।

আরও পড়ুনঃ গোবিন্দা-অনিলের রিজেক্ট করতেই খোলে ভাগ্য! অমিতাভ বচ্চনের জীবন পাল্টে দেওয়া ছবির নাম জানেন?

এদিকে প্রীতিকে বড়পর্দায় দেখা যায় না বেশ অনেক বছর হয়ে গেল। গত বছর আবার ‘কাল হো না হো’ ছবিটির ২০ বছর সম্পন্ন হয়েছে। এই বিশেষ ছবির বর্ষপূর্তি উপলক্ষ্যে খানিক আবেগঘন হয়ে পড়েছিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কথা লিখেছিলেন তিনি। আপাতত সিলভার স্ক্রিনে তাঁর কামব্যাক দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।