• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঙালি গায়কের প্রেমে পড়েই শেষ কেরিয়ার! বলিউড থেকে হারিয়ে কেমন আছেন মীনাক্ষী শেষাদ্রি?

Published on:

Meenakshi Seshadri,Kumar Sanu,Bengali singer,Singer,Actress,Bollywood actress,Bollywood,Affair,Extra marital affair,Entertainment,মীনাক্ষী শেষাদ্রি,কুমার শানু,বাঙালি গায়ক,গায়ক,অভিনেত্রী,বলিউড অভিনেত্রী,সম্পর্ক,পরকীয়া,বিবাহ বহির্ভূত সম্পর্ক,বিনোদন,Meenakshi Seshadri Kumar Sanu,Meenakshi Seshadri Kumar Sanu affair,মীনাক্ষী শেষাদ্রি কুমার শানু,মীনাক্ষী শেষাদ্রি কুমার শানুর সম্পর্ক

All you need to know about Meenakshi Seshadri’s Extramarrital affair with Bengali Singer: বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে একসময় চুটিয়ে রাজত্ব করেছেন অভিনেত্রী (Bollywood Actress) মীনাক্ষী শেষাদ্রি (Meenakshi Seshadri)। এই সুন্দরী অভিনেত্রীর প্রেমে পাগল ছিলেন বহু পুরুষ। বেশ কিছু সুপারহিট সিনেমায় অভিনয় করে রাতারাতি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন তিনি। তবে এক বাঙালি গায়কের (Bengali Singer) সঙ্গে সম্পর্কে জড়িয়েই শেষ হয়ে যায় অভিনেত্রীর কেরিয়ার।

মীনাক্ষীর প্রেমে যেমন প্রচুর দর্শক পাগল ছিল, তেমনই বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকাও তাঁর প্রেমে হাবুডুবু খেতেন। নায়ক থেকে শুরু করে গায়ক (Singer) মীনাক্ষীকে পছন্দ করতেন অনেকে। এমনই একজন বিবাহিত গায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। সেই গায়ক কে ছিলেন জানেন?

Meenakshi Seshadri, Meenakshi Seshadri and Kumar Sanu affair

‘জুর্ম’ সিনেমায় ‘জব কোই বাত বিগড় জায়ে’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলার কুমার শানু (Kumar Sanu)। ছবির প্রিমিয়ারে গিয়ে গায়কের সঙ্গে মীনাক্ষীর আলাপ হয়। এরপর কখন যে নিজের অজান্তেই শানুকে নিজের মন দিয়ে ফেলেছিলেন মীনাক্ষী, তা তিনি বুঝতে পারেননি।

১৯৯০ সালে যখন ‘জুর্ম’ ছবিটি রিলিজ করেছিল তখন স্ত্রী রিতার সঙ্গে ১০ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন শানু। তা সত্ত্বেও গায়ককে নিজের মনের কথা জানান নায়িকা। গায়কেরও মীনাক্ষীকে বেশ পছন্দ ছিল, তিনিও হ্যাঁ বলে দেন। শোনা যায়, স্ত্রীয়ের চোখে ধুলো দিয়ে ৩ বছর লুকিয়ে মীনাক্ষীর সঙ্গে প্রেম করেছিলেন শানু। এরপর গায়কের সচিব সবটা জানতে পেরে রিতাকে জানিয়ে দেন।

আরও পড়ুনঃ বলিউডের পর্দায় সবথেকে বেশিবার ধর্ষিত হয়েছেন, দেখুন তো এই অভিনেত্রীকে চেনেন কি না?

Meenakshi Seshadri and Kumar Sanu, Meenakshi Seshadri and Kumar Sanu affair

একথা জানতে পেরে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন গায়কেত স্ত্রী। স্বামী পরকীয়ায় লিপ্ত হলেও, তাঁকে কিছু না বলে মীনাক্ষীকে দায়ী করতে থাকেন রিতা। এরপর থেকেই আস্তে আস্তে অভিনয়ের প্রস্তাব কম পেতে শুরু করেন নায়িকা। একসময় তাঁকে ছবিতে নেওয়াই নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে পরকীয়ার কথা সামনে আসার পর শানু-রিতার বিয়েও ভেঙে যায়।

আরও পড়ুনঃ হাসিমুখে মেনেছিলেন স্বামী ঋষি কাপুরের পরকীয়া! এর পিছনে নীতুর দেওয়া যুক্তি সত্যিই আশ্চর্যজনক

Meenakshi Seshadri, Meenakshi Seshadri unknown facts

১৯৯৪ সালে শানুর ডিভোর্স হয়ে যায়। পরের বছরই এক ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারকে বিয়ে করে নেন মীনাক্ষী। অপরদিকে গায়ক বিয়ে করেন সলোনীকে। মীনাক্ষী এখন টেক্সাসে নাচ শেখান। বলিউডের থেকে মুখ ফেরানোর পর আর এদিকে ঘুরে তাকাননি তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥