• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তৃতীয়বার মা হচ্ছেন কারিনা! ছবি ফাঁস হতেই ‘বাচ্চা তৈরির মেশিন’ বলে কটাক্ষ নেটিজেনদের

Published on:

Bollywood actress Kareena Kapoor Khan baby bump sparks pregnancy rumours

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে, সেখানে আদর্শ দম্পতির মতো সুখে সংসার করছেন সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। স্বামী, সন্তান, শাশুড়িকে নিয়ে বেশ ভালো আছেন রণধীর-কন্যা। তবে শোনা যাচ্ছে, ফের খুশির খবর আসতে চলেছে খান পরিবারে। তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন ‘বেগম’ করিনা।

২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সইফ-করিনা। বিয়ের ৪ বছরের মাথায় তাঁদের ঘর আলো করে আসে ছেলে তৈমুর। এরপর ২০২১ সালে ছোট ছেলে জাহাঙ্গীরের জন্ম দেন অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই তৃতীয় সন্তানের মুখ দেখতে (Pregnant) চলেছেন ‘সইফিনা’। ইতিমধ্যেই অভিনেত্রীর বেবি বাম্পের (Baby Bump) ছবি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)

Kareena Kapoor Khan, Kareena Kapoor Khan pregnancy rumours

সম্প্রতি নেটপাড়ায় করিনার একটি ভিডিও (Video) বেশ ভাইরাল (Video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বাগি কারে করে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গত ৩১ আগস্ট ঈশা অম্বানির বিউটি ব্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন সইফ-পত্নী। ভিডিওটি তখনই রেকর্ড করা হয়েছিল। আর সেই ভিডিওতেই নেটিজেনদের নজর কেড়েছে করিনার স্ফীতোদর।

আরও পড়ুনঃ দর্শকরাই পরকীয়া-বহুবিবাহ দেখতে ভালোবাসে! বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক সোনালি

ঈশার বিউটি ব্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে কালো রঙের স্ট্র্যাপলেস গাউন পরে গিয়েছিলেন করিনা। শরীরের সঙ্গে আঁটোসাঁটো সেই পোশাকেই স্পষ্ট বোঝা যায় নায়িকার স্ফীতোদর। তাহলে কি সত্যিই পঞ্চমবারের জন্য মা হতে চলেছেন করিনা? এখন সেই জল্পনাতেই উত্তাল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুনঃ বাঁশি হাতে কলির কেষ্ট! জন্মাষ্টমীর শুভলগ্নে টিভির আগেই ফাঁস ফুলকির মহামিলন পর্ব

Kareena Kapoor Khan, Kareena Kapoor Khan pregnancy rumours

নেটপাড়ায় করিনার তৃতীয়বার মা হওয়ার খবর আগুনের গতিতে ছড়িয়ে পড়লেও তারকাজুটি নিজে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। আদৌ এই জল্পনা ঠিক কিনা তাও এখনও জানা নেই। তবে নেটিজেনদের একটি বৃহৎ অংশের ধারণা, করিনা গর্ভবতী। তবে একথাও ঠিক, এর আগেও বহুবার করিনার মা হওয়ার ভুয়ো গুঞ্জন শোনা গিয়েছে। তবে সময়ের সঙ্গে প্রমাণিত হয়ে গিয়েছে সেই খবরে কোনও সত্যতা ছিল না। এবার দেখা যাক, এবারের গুঞ্জন আদৌ সত্যি হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥