• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুয়ারে জাহ্নবী! ব্যারাকপুরে এসে ঠুমকা লাগাতেই নায়িকাকে দেখতে উপচে পড়ল ভিড়, দেখুন ভিডিও

Published on:

Bollywood actress Janhvi Kapoor in Barrackpore see video

আচমকাই ভিড়ে ঠাসা ব্যারাকপুর! না কোনও উৎসব কিংবা পুজো-পার্বণ নয়, এই ভিড় জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor) দেখার। অনেক আগেই শ্রীদেবী-কন্যা আসার খবর পৌঁছে গিয়েছিল। ছুটির দিন পূর্ব নির্ধারিত সময়ে ব্যারাকপুর পৌঁছে যান অভিনেত্রী। আর তাঁকে দেখতেই কাতারে কাতারে লোক ছুটে আসেন এখানে।

একটি নামী গয়না সংস্থার মুখ হলেন জাহ্নবী। সেই সংস্থার আমন্ত্রণেই ব্যারাকপুর (Barrackpore) আসা তাঁর। শ্রীদেবী-কন্যা আসছেন বলে পুরো জায়গা ঘিরে দেওয়া হয় কড়া নিরাপত্তার বেষ্টনীতে। এদিনের অনুষ্ঠানে গোলাপি রঙের একটি শাড়ি পরেছিলেন ‘ধড়ক’ অভিনেত্রী। হালকা মেক আপ, মানানসই গয়নায় বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে।

Janhvi Kapoor in Barrackpore Kolkata

গয়না সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে এসে প্রথমেই গয়নার প্রতি নিজের ভালোবাসার কথা জানান জাহ্নবী। সেই সঙ্গেই কোমর দোলান নিজের ‘দরিয়া পার’ গানে। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের দিকে তাকিয়ে স্মিত হাসি দিতেও দেখা যায় বলি (Bollywood) নায়িকাকে। এক কথায়, কয়েক মুহূর্তেই সবার মন জয় করে নেন তিনি।

আরও পড়ুনঃ বলিউডের সবচয়ে কম বাজেটের ব্লকবাস্টার হবে ‘ডানকি’! রিলিজের আগেই রেকর্ড ভাঙা শুরু করলেন শাহরুখ

প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন জাহ্নবী। তারকাসন্তান হলেও নিজের অভিনয়ের মাধ্যমে আলাদা করে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি। ‘ধড়ক’ ছবির হাত ধরে হিন্দি  ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন শ্রীদেবী এবং বনি কাপুরের বড় মেয়ে। বিপরীতে দেখা গিয়েছিল শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে।

Janhvi Kapoor, Janhvi Kapoor education qualification, Sridevi children education qualification

জাহ্নবীর ডেবিউ ছবির অনেকটা অংশ জুড়ে ছিল কলকাতা। শ্যুটিংয়ের খাতিরে বেশ অনেকটা সময় এখানে কাটাতে হয়েছিল তাঁকে। তিলোত্তমার অলিগলি, রেড রোড, ভিক্টোরিয়ার সামনে শ্যুট করেছিলেন সেই সময়। এত বছর পর ফের কলকাতায় ফিরে তাই বেশ নস্ট্যালজিক হয়ে পড়েন জাহ্নবী।

আরও পড়ুনঃ ‘পাগলপ্রেমী’ আদৃতের মনের মানুষ কে? ফাঁস হল নাম সহ পরিচয়, দেখুন তো চেনেন কি না!

এদিনের অনুষ্ঠানে এসে অভিনেত্রী জানান, এতদিন পর ফের কলকাতায় আসার সুযোগ পেয়ে দারুণ লাগছে তাঁর। উল্লেখ্য, এই মুহূর্তে নিজের আগামী ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত জাহ্নবী। তাঁর হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সেই ব্যস্ততার মাঝেই টুক করে ঘুরে গেলেন কলকাতা থেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥