• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পাগলপ্রেমী’ আদৃতের মনের মানুষ কে? ফাঁস হল নাম সহ পরিচয়, দেখুন তো চেনেন কি না!

‘মিঠাই’ শেষ হতেই বড়পর্দায় ফিরছেন আদৃত রায় (Adrit Roy)। টেলিভিশনের দৌলতে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাওয়ার পর টলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করছেন ‘উচ্ছেবাবু’। যে কারণে ছোটপর্দার একাধিক সিরিয়ালের অফার ফিরিয়েছেন তিনি। টলিউডে (Tollywood) পায়ের তলার জমি শক্তি করাটাই এখন আদৃতের একমাত্র লক্ষ্য।

আগেই জানা গিয়েছিল, এবার ‘পাগলপ্রেমী’ (Pagolpremi) নামের একটি ছবিতে দেখা যাবে ‘মিঠাই’ (Mithai) নায়ককে। এসভিএফ প্রযোজিত পুরোদস্তুর এই কমার্শিয়াল ছবির হাত ধরে বড়পর্দায় প্রত্যাবর্তন করছেন তিনি। ছবির পরিচালনা করছেন অভিরূপ ঘোষ (Abhirup Ghosh)। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে শ্যুটিংয়ের বেশ কিছু ক্লিপিংস।

   

Adrit Roy upcoming movie first look

‘পাগলপ্রেমী’র শ্যুটিংয়ের সেই ভিডিওগুলিতে আদৃতের পাশাপাশি দেখা মিলেছিল ছবির নায়িকারও (Pagolpremi Heroine)। যদিও তাঁর নাম-পরিচয় এতদিন অজানাই ছিল ভক্তদের কাছে। অবশেষে সেই তথ্যও ফাঁস হয়ে গেল। সৌমিতৃষার পর আদৃতের নতুন নায়িকা কে হচ্ছেন চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ! ধামাকা পর্বে রাজত্ব করছে জ্যাস-পর্ণা-ফুলকি, রইল সপ্তাহের ওলটপালট TRP তালিকা

‘পাগলপ্রেমী’ ছবিতে আদৃতের বিপরীতে দেখা যাবে মুনমুনকে (Munmun)। মডেলিংয়ের দুনিয়ার পরিচিত মুখ তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা প্রায় ১ লক্ষ ছুঁইছুঁই। একটি জনপ্রিয় গয়না বিজ্ঞাপনের মুখ তিনি। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজে একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছে মুনমুনকে। এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি।

Adrit Roy Pagolpremi heroine Munmun

জানা গিয়েছে, ‘পাগলপ্রেমী’তে জয় নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আদৃতকে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে লম্বা চুল, গাল ভর্তি দাঁড়িতে দেখা গিয়েছিল অভিনেতাকে। অনেকেই আদৃতের সেই লুকের সঙ্গে শাহিদ কাপুরের ‘কবীর সিং’ লুকের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোতেও একসাথে কাঞ্চন-শ্রীময়ী, ছবি দেখেই ‘তোমরা কি প্রেম করছো?’ প্রশ্ন নেটিজেনদের

Adrit Roy Pagolpremi heroine Munmun

বড়পর্দায় নিজের দ্বিতীয় ইনিংস শুরুর খবরে শিলমোহর দিয়ে কয়েকমাস আগে একটি সাক্ষাৎকারে আদৃত বলেছিলেন, ‘মিঠাইয়ের পর বিরতি নেওয়াটা ভীষণ জরুরি ছিল। এত দীর্ঘ সময় ধরে মিঠাই চলার পর আমায় প্রচুর টেলিভিশনের অফার ফেরাতে হয়েছে। কারণ যেটা শিখেছি সেটা ভুলে যাওয়াটা খুব জরুরি। আজ বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা সেখানে প্রত্যেক অভিনেতার কাছে বিরতি নেওয়াটা দরকারি। এরপরেই কাজে ফেরা উচিত। শ্রীকান্ত স্যারের কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমায় নতুন কাজ শুরুর আগে এই সময়টা দিয়েছেন’।