খবরবিনোদন

বিয়ের ৪৩ বছরের মাথায় ভাঙছে সংসার! ধর্মেন্দ্রর সঙ্গে ‘বিচ্ছেদ’ নিয়ে মুখ খুললেন হেমা মালিনী

শেষের পথে চার দশকের দাম্পত্য জীবন! বিচ্ছেদ নিয়ে কি জানালেন হেমা মালিনী?

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’ বলা হয় ধর্মেন্দ্র (Dharmendra) এবং হেমা মালিনীকে (Hema Malini)। তাঁদের প্রেম কাহিনী একেবারে সিনেমার মতো। বিবাহিত হওয়া সত্ত্বেও ‘ড্রিম গার্ল’কে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করেছিলেন ‘শোলে’ অভিনেতা। দেখতে দেখতে একসঙ্গে প্রায় ৪৩ বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা। তবে সম্প্রতি হেমা জানিয়েছেন, তিনি এবং ধর্মেন্দ্র আলাদা থাকেন।

অনুরাগীদের কাছে, ধর্মেন্দ্র-হেমা হল ভালোবাসার প্রতীক। বিবাহিত ধর্মেন্দ্রকে ভালোবেসে কম কটাক্ষ শুনতে হয়নি অভিনেত্রীকে। কিন্তু তবুও তাঁরা একে অপরের হাত ছাড়েননি। সেই জুটি এবার আলাদা থাকছে শুনে বেশ অবাক হয়েছে অনুরাগীরা। সেই সঙ্গেই অনেকের মনও ভেঙে গিয়েছে।

Dharmendra Hema Malini, Dharmendra birthday

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন হেমা। বর্ষীয়ান অভিনেত্রী জানান, তিনি স্বামীর সঙ্গে এক বাড়িতে, এক ছাদের তলায় থাকেন না। বরং দু’জন দু’টি আলাদা বাড়িতে (Separate House) থাকেন। হেমার এই কথা শুনে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, তারকাজুটির মধ্যে সব কিছু ঠিক আছে তো? সেই উত্তরও দিয়েছেন ‘ড্রিম গার্ল’।

হেমা বলেন, ‘নারীবাদের প্রতীক! আসলে এটা কেউ চায় না। এটা ঘটে যায়। যা হয় আপনাকে মেনে নিতে হয়। নাহলে কেউ এটা বুঝবে না যে তাঁরা তাঁদের জীবনে এভাবে বাঁচতে চায় না। প্রত্যেক নারী চায় আর পাঁচটা স্বাভাবিক পরিবারের মতো তাঁর স্বামী এবং সন্তান হোক। তবে কোথাও এটা সেসবের বাইরে চলে গিয়েছে’।

আরও পড়ুনঃ শাহরুখই প্রথম নয়! আগেও ন্যাড়া মাথায় পর্দা কাঁপিয়েছেন অনুষ্কা সহ এই ৫ বলি তারকারা

Dharmendra and Hema Malini, Dharmendra and Hema Malini living in separate house

আরও পড়ুনঃ ঠুনকো সম্পর্কের যুগের রোমিও-জুলিয়েট! এক নারীর প্রেমেই মগ্ন এই বলি তারকারা

হেমার সংযোজন, ‘এটায় কোনও খারাপ অনুভূতি নেই। এটা নিয়ে আমি কোনও দুঃখ প্রকাশ অথবা খারাপ লাগা জাহির করছি না। নিজেকে নিয়ে আমি খুশি। আমার দুই সন্তান রয়েছে, ওঁদের আমি খুব ভালো করে মানুষ করেছি। অবশ্যই আমার সঙ্গে সবসময় ধর্মেন্দ্র ছিলেন’।

একসঙ্গে কাজ করতে গিয়ে হেমার সঙ্গে প্রথম আলাপ হয় ধর্মেন্দ্রর। খুব কম সময়ের মধ্যেই তা ভালোবাসার আকার নেয়। অভিনেতা সেই সময় আবার বিবাহিত এবং চার সন্তানের পিতা ছিলেন। তবে প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স দিতে চাননি তিনি। সেই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে হেমাকে বিয়ে করেছিলেন ‘শোলে’ নায়ক।

Back to top button