• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠুনকো সম্পর্কের যুগের রোমিও-জুলিয়েট! এক নারীর প্রেমেই মগ্ন এই বলি তারকারা

Published on:

Bollywood Celebrities who married their childhood friend

বিনোদন জগতের তারকাদের জীবনই হোক কিংবা সাধারণ মানুষ এখনকার দিনে ‘সম্পর্ক’ (Relation) কথাটাই যেন বড্ড ক্ষণস্থায়ী হয়ে দাঁড়িয়েছে। তাই চারপাশটা যেন কাঁপছে বিচ্ছেদ জ্বরে। এক বছর আগেও যারা একে অপরকে ছেড়ে থাকতে পারতো না বছর ঘুরতেই কিংবা কয়েক মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা। আর বিনোদন জগতে তারকাদের সম্পর্ক যেন তাসের ঘর।

কিন্তু ক্ষণস্থায়ী এই সম্পর্কের ভীড়েও এমন কিছু তারকা রয়েছেন যারা বছরের পর বছর একে অপরের হাত ধরে থেকে গিয়েছেন একসাথে। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সুন্দরী অভিনেত্রীদের ভিড়ে থেকেও বিয়ে করেছেন নিজেদের ছোটবেলার ভালোবাসার মানুষকে। আজকের প্রতিবেদনে থাকল বলিউডের এমনই চার জন ‘ওয়ান ম্যান ওম্যান’ বলিউড তারকাদের তালিকা।

শাহরুখ খান (Shahrukh Khan): আজকের প্রতিবেদনে এই তালিকায় প্রথমেই রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী রয়েছে তাঁর অসংখ্য মহিলা অনুরাগী। রোমান্স কিং এর চোখের চাহনি এবং টোল পড়া গালের হাসিতে ফিদা ৮ থেকে ৮০ সকলেই। আজ অভিনেতার কাছে নাম যশ খ্যাতি সবকিছু থাকলেও একটা সময় ছিল যখন মুম্বাইতে জায়গা করার জন্য কঠিন লড়াই করতে হয়েছিল কিং খানকে। সে সময় তাঁর পাশে ছিলেন তাঁর ‘লেডি লাক’ অর্থাৎ  স্ত্রী গৌরী খান। গৌরীকে বিয়ে করেছিলেন ১৯৯১ সালে। দেখতে দেখতে তাঁরা একসাথে পার করে ফেলেছেন ৩ দশকেরও বেশি সময়।

Shahrukh Khan Gauri Khan

 বরুন ধাওয়ান (Barun Dhawan): এরপরেই রয়েছেন বলিউডের অন্যতম ‘লাভার বয়’ বরুণ ধাওয়ান।  ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক নায়িকার সঙ্গে নাম জুড়ে ছিল বরুণের।  কিন্তু তিনি বিয়ে করেছেন ছোটবেলার বন্ধু তথা প্রেমিকা নাতাশা দালালকে। স্কুল লাইফ থেকেই নাতাশার সাথে বন্ধুত্ব ছিল বরুণের।  তাই ছোটবেলার প্রেমিকা নাতাশার সঙ্গে কোনদিন বিশ্বাসঘাতকতা করেননি বরুণ। বরং দীর্ঘদিন সম্পর্কে থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করার পর ২০২১ সালে ধুমধাম করে বিয়ে করেন এই সেলেব কাপল।

নাতাশা দালাল বরুণ ধাওয়ান Varun Dhawan Natasha Dalal

 আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana): এরপরেই রয়েছেন বলিউডের অন্যতম হ্যান্ডসাম হিরো আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান এবং তার স্ত্রী তাহিরা কাশ্যপের প্রেমের কাহিনীও কিন্তু কোন সিনেমার চিত্রনাট্য থেকে কম নয়। জানা যায় তাহিরা এবং আয়ুষ্মানের পরিচয় হয়েছিল স্কুল লাইফে টিউশন পড়তে গিয়ে। তাদের দুজনের প্রথম পরিচয় সেখান থেকেই।এরপর  বন্ধুত্ব এবং প্রেম।  পরবর্তীতে যা পরিণতি পায় বিয়েতে। আয়ুষ্মান এর সাথে তাহিরার বিয়ে হয়েছিল ২০১১ সালে। আজও অটুট তাঁদের সুখের দাম্পত্য জীবন।

Tahira Kashyap and Ayushmann Khurrana

অরিজিৎ সিং (Arijit Singh): বলিউড তারকাদের এই তালিকায় যাঁর নাম না নিলে হয়তো গোটা তালিকাটাই  অসম্পূর্ণ থেকে যাবে তিনি হলেন দেশের এক নম্বর গায়ক তথা বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং।  অরিজিতের সাথে তার স্ত্রীর লাভ স্টোরিও কম ইন্টারেস্টিং নয়। আসলে অরিজিৎ এবং কোয়েল দুজনেরই আগে একবার বিয়ে হয়েছিল।

Bollywood,বলিউড,Celebrity Couple,তারকা জুটি,Childhood Love,ছোটবেলার ভালোবাসা,Girlfriend,প্রেমিকা,Marriage,বিয়ে,Wife,বউ,Real Love,সত্যিকারের ভালোবাসা,Shahrukh Khan,শাহরুখ খান,Barun Dhawan,বরুন ধাওয়ান,Ayushman Khurana,আয়ুষ্মান খুরানা,Arijit Singh,অরিজিৎ সিং

কিন্তু তাঁদের দুজনেরই সেই বিয়ে ভেঙে যায় খুব অল্প সময়ের মধ্যে। এরপর তাঁরা দুজনেই যেহেতু খুব ছোটবেলার বন্ধু ছিলেন তাই বাকি জীবনটা তাঁরা একসাথে কাটানোর সিদ্ধান্ত নেন। আজ দুই ছেলে নিয়ে সুখের সংসার করছেন এই জুটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥