• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চেহারায় স্পষ্ট মাতৃত্বের জেল্লা, মা হচ্ছেন বলি সুন্দরী ইয়ামি গৌতম, কত মাস চলছে জানেন?

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনে শিলমোহর পড়লো। সত্যিই মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam Pregnency)। মাস খানেক ধরেই বলিপাড়ার অন্দরে ইয়ামির মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ‘আর্টিকেল ৩৭০’র (Article 370) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে অফিশিয়ালি সেই খবর ঘোষণা করলেন ইয়ামির স্বামী তথা পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)

একদিকে বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন ভক্তমহল। এর মাঝেই প্রথম প্রেগন্যান্সির খবর ঘোষণা করলেন ইয়ামি-আদিত্য। পরিচালক জানালেন, গর্ভে সন্তান নিয়েই ‘আর্টিকেল ৩৭০’ছবির শ্যুটিং করেছেন অভিনেত্রী। মঞ্চে দাঁড়িয়ে স্বামী যখন প্রশংসা করছেন, হবু মায়ের মুখে তখন লাজুক হাসি।

   

Yami Gautam and Aditya Dhar announces pregnancy

স্মিত হাসি হেসে আদিত্য বলেন, ‘এই সিনেমায় আমার সম্পূর্ণ পরিবার আছে। আমার ভাই আছে, আমার স্ত্রী আছে এবং আছে আমাদের ভাবী সন্তান। ইয়ামি গর্ভবতী অবস্থাতেই এই ছবির শ্যুটিং করেছে’। স্বামীর কথা শুনে লাজে রাঙা হয়ে ওঠেন হবু মা।

আরও পড়ুনঃ ৪২ বছর পর একসাথে! বক্স অফিস কাঁপাতে তৈরী, দর্শকদের সুখবর দিলেন ‘কলকাতার রসগোল্লা’ দেবশ্রী

আদিত্যর কথা সম্পূর্ণ হতেই অভিনেত্রী বলেন, ‘আমি আদিত্যকে ধন্যবাদ জানাবো। কারণ ও না থাকলে এই অবস্থায় আমি কীভাবে শ্যুটিং করতাম সত্যি জানি না। এই সিনেমা অনেক শারীরিক কসরতের দৃশ্য আছে। ডাক্তারের পরামর্শ নিয়েই সব করেছি। নিজের সন্তানকে সুরক্ষিত রেখে কীভাবে নিজের কাজের পথে এগিয়ে যাওয়া যায়, সেটার অনুপ্রেরণা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি’।

Yami Gautam and Aditya Dhar announces pregnancy

কয়েক সপ্তাহ ধরেই ইয়ামির প্রেগন্যান্সির (Pregnancy) গুঞ্জন শোনা যাচ্ছিল। দিন কয়েক আগে স্বামী আদিত্যর সঙ্গে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। সেই সময় তার পরনে ছিল সালোয়ার কামিজ। পাপারাৎজিদের দেখা মাত্রই ওড়না দিয়ে পেট ঢাকতে শুরু করেন ইয়ামি। সেই ভিডিও দেখেই অনেকে অনুমান করেছিলেন, ‘ভিকি ডোনর’ নায়িকা হয়তো মা (Pregnant) হতে চলেছেন। অবশেষে তারকাজুটি নিজেই সেই খবরে শিলমোহর দিলেন।

আরও পড়ুনঃ হেলিকপ্টারে চেপে অটোগ্রাফ দিতে যেতেন! ‘Indian Idol’এ কুমার শানুর গোপন কীর্তি জানালেন শাহিদ

প্রসঙ্গত, ২০১৯ সালে ‘উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির শ্যুটিং চলাকালীন কাছাকাছি আসেন ইয়ামি-আদিত্য। দু’বছর পর হিমাচলে নিজের বাড়িতে সাত পাকে বাঁধা পড়েন দু’জনে। বিয়ের আড়াই বছরের মাথায় খুদে সদস্য আসতে চলেছে তাঁদের পরিবারে।