• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রবিঠাকুরের নাটকের আধুনিকীকরণ প্রয়োজন, সিরিয়াল নিয়ে বিস্ফোরক বর্ষীয়ান অভিনেত্রী অনুরাধা রায়!

Published on:

Bengali actress Anuradha Roy opens up about Bengali Serials in interview

বাংলা বিনোদন জগতের (Tollywood) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলে অনুরাধা রায় (Anuradha Roy)। দেখতে দেখতেই  অভিনয় জগতে ৪০ বছর কাটিয়ে দিয়েছেন তিনি। অভিনয়ে আসার আগে একসময় তিনি কাজ করেছিলেন রেডিওতেও।  অভিনেত্রীর স্বামী হলেন জনপ্রিয় অভিনেতা দেবরাজ রায় (Debraj Roy)। বাংলা সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্র এই অভিনেতার বাড়িতে তাঁর  বাবা মা দুজনেই যুক্ত ছিলেন অভিনয়ের সাথে।

তাই শুরু থেকেই বাড়িতে ছিল অভিনয়ের পরিবেশ। অন্যদিকে অনুরাধা রায়ের বাড়িতেও ছিল নাচ গানের পরিবেশ। অভিনয়ে আসার অনেক আগে থেকেই নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনেত্রী। ক্লাসিক্যাল গানের পাশাপাশি বহু বছর শিখেছেন রবীন্দ্রসংগীতও। রেডিও,থিয়েটার, বাংলা সিনেমা এবং সিরিয়ালের পর কিছুদিন আগেই তিনি ডেবিউ করেছেন ওয়েব সিরিজের দুনিয়াতেও।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,ওয়েব সিরিজ,Web Series,রবীন্দ্রনাথ ঠাকুর,Rabindranath Tagore,নাটক,Drama,আধুনিকীকরণ,Modernization,অনুরাধা রায়,Anuradha Roy

‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট’  নামের এই ওয়েব সিরিজে জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সচরাচর কোন সাক্ষাৎকারের দিতে রাজি না হলেও সম্প্রতি কাজের প্রয়োজনেই  আনন্দবাজারের সাথে খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেত্রী। সেখানে তিনি মুখ খুলেছিলেন সাম্প্রতিককালের কুটকুচালি ভরা বাংলা সিরিয়াল থেকে শুরু করে রবীন্দ্রনাথের নাটক নিয়েও।

আরও পড়ুনঃ বিয়েতে ফটোগ্রাফার থেকে পর্দার হিরো, ‘তোমাদের রানী’র দুর্জয়ের সংগ্রামের কাহিনী সত্যিই প্রশংসনীয়

এখনকার বাংলা সিরিয়ালের একঘেয়ে গল্প প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন  বেশিরভাগ মানুষই এই ধরনের জিনিস দেখতে ভালোবাসেন। তবে  কিছু রুচিশীল  মানুষ রয়েছেন যারা এসব পছন্দ করেন না। তবে সংখ্যাটা কম। অভিনেত্রী এদিন এও জানিয়েছেন যে তিনি নিজেও নাকি সিরিয়াল দেখেন না। প্রসঙ্গত পরিবারের সকলেই অভিনয়ের সাথে যুক্ত থাকায় একসময় দেশ বিদেশে স্বামী এবং শ্বশুর শ্বাশুড়ির সাথে চুটিয়ে থিয়েটার করতেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ মিঠাইয়ের থেকে টুকেই বাড়বে TRP! ‘ফুলকি’র নতুন প্রোমো আসতেই কটাক্ষ দর্শকদের

এদিন নাটক প্রসঙ্গে কথা বলতে বলতেই অভিনেত্রী জানিয়েছেন রবীন্দ্রনাথের নাটকের এখন আধুনিকরণ প্রয়োজন। যা সত্যিই ভীষণ কঠিন। একসময় থিয়েটারে অভিনয়ের সময় মঞ্চেও পেরেক ঠোকার কাজ থেকে শুরু করে কস্টিউম ডিজাইনিং বহু ধরনের কাজের সাথে যুক্ত থেকেছেন অভিনেত্রী। অভিনয়ের অভিনয়ের পাশাপাশি নাচ-গান ছাড়াও অনুরাধা রায় নাকি খুব সুন্দর আঁকতেও পারেন।

তবে কখনও তিনি নিজের এই প্রতিভার বিষয়ে কথা বলেন না। কারণ এসব নিয়ে কথা বলতে নাকি তিনি খুবই লজ্জা পান।  এমনকি এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় সম্পর্কেও তিনি বেশ উদাসীন। তাই নিজের প্রতিভা থাকা সত্ত্বেও এই মিডিয়াগুলি সাথে তিনি সেইভাবে সক্রিয় থাকেন না। তাই সোশ্যাল মিডিয়ায় কোন ছবি দিতেও তিনি পছন্দ করেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥