• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ বছর হল ভাই নেই! রাখির দিনে সুশান্তের দিদির হাহাকার দেখে চোখ ভিজল নেটিজেনদের

Sushant Sing Rajput Sister on Raksha Bandhan : দেখতে দেখতে ৩ বছর হয়ে গেল বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। অভিনেতার পরিবারের সদস্যরা এখনও তাঁকে হারানোর যন্ত্রণা ভুলে উঠতে পারেনি। বিশেষ কোনও দিন আসলেই তাঁদের মন ডুকরে কেঁদে ওঠে। বুধবার যেমন রাখি (Rakhi Bandhan) উপলক্ষ্যে ভাইকে হারানোর যন্ত্রণা আরও বেশি করে অনুভব করছেন দিদি শ্বেতা (Shweta Singh Kirti)।

এমনিতে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) সুশান্তের নানান ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেতার দিদি। সেই সঙ্গেই তাঁর সঙ্গে জড়িত নানান অজানা কাহিনীও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শ্বেতা। আজ যেমন ফের অভিনেতার পুরনো বেশ কিছু ছবি-ভিডিওর কোলাজ বানিয়ে তা সকলের সামনে তুলে ধরেন তিনি।

   

Sushant Singh Rajput sister on Rakhi Bandhan, Shweta Singh Kirti

শ্বেতার শেয়ার করা ভিডিওয় কোথাও দেখা যাচ্ছে, ছোটবেলায় ভাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছেন তিনি। কোথাও আবার দেখা যাচ্ছে, সদ্য বিয়ে হওয়া দিদিকে জড়িয়ে ধরে আবেগঘন হয়ে পড়েছেন সুশান্ত। শ্বেতার শেয়ার করা এই পোস্ট দেখে চোখে জল এসে গিয়েছে অনেকে নেটিজেনেরও।

আরও পড়ুনঃ বেঁচে থাকলে কেমন দেখাতো ‘মহানায়ক’কে? AI-র তৈরী উত্তম কুমারের ছবি দেখে বিস্মিত নেটপাড়া

Sushant Singh Rajput sister on Rakhi Bandhan, Shweta Singh Kirti

একজন নেটাগরিক যেমন সুশান্তের দিদির পোস্টে কমেন্ট করেছেন, ‘এখনও বিশ্বাস করতে পারি না সুশান্ত নেই। মনে হয় কেউ না কেউ এসে বলবে এগুলো সব মিথ্যে। সুশান্ত বেঁচে আছে’। দ্বিতীয়জন আবার লিখেছেন, ‘সুশান্ত কোত্থাও যায়নি। ও আমাদের মধ্যেই আছে। সুশান্তদের কখনও মৃত্যু হয় না। ওঁরা চিরকাল আমাদের সঙ্গেই থেকে যায়’।

আরও পড়ুনঃ ৯ মাস হল বোন নেই! রাখির দিনে ঐন্দ্রিলাকে মনে করে ভেঙে পড়লেন দিদি ঐশ্বর্য


প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর মরদেহ। অভিনেতার মৃত্যুর খবর সামনে আসার পর ঝড় উঠেছিল গোটা দেশে। সুশান্তের মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই, এনসিবি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। তবে তিন বছর পার হয়ে গেলেও এখনও এই কেসের কোনও কূলকিনারা করতে পারেনি এই তিন সংস্থা। এখনও সুবিচারের আশায় বসে আছেন সুশান্তের পরিবার-পরিজন এবং অনুরাগীরা।