• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিলিজের আগেই সুপারহিট! প্রি বুকিংয়েই এত কোটির রেকর্ড গড়ল সানি দেওলের ‘গদর ২’

Published on:

Bollywood actor Sunny Deol starrer Gadar 2 advance booking report

Sunny Deol Gadar 2 Advance Booking Record: টানা দু’দশকের অপেক্ষা শেষে রিলিজ করতে চলেছে ‘গদর ২’ (Gadar 2)। সানি দেওল, আমিশা পটেল অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘গদর’ (Gadar) রিলিজের প্রায় ২২ বছর পর আসছে এর সিক্যুয়েল। দর্শকমহলে ছবিটি ঘিরে শুরু থেকেই ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছিল। রিলিজের (Release) দিন যত এগোচ্ছে ততই বাড়ছে সেই ক্রেজ। এবার জানা গেল, অগ্রিম বুকিংয়েই (Advance Booking) বিরাট রেকর্ড গড়েছে এই ছবি।

সানি দেওলের (Sunny Deol) কেরিয়ারের অত্যন্ত উল্লেখযোগ্য একটি সিনেমা হল ‘গদর’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এই ছবি। সেই সঙ্গেই গড়েছিল একাধিক রেকর্ড। এখনও প্রায়ই সিনেপ্রেমী দর্শকদের মুখে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ সংলাপটি শোনা যায়। সেই সঙ্গেই তারা-সাকিনার অমর প্রেম কাহিনীর নিদর্শনও দেন অনেকে।

Gadar 2, Gadar 2 advance booking

জানা গিয়েছে, ‘গদর’ যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে ‘গদর ২’র কাহিনী। আগের ছবির কাহিনীকেই এগিয়ে নিয়ে যাবে এই সিনেমা। তবে এবার তারা-সাকিনার পাশাপাশি তাঁদের ছেলের জীবনের ওপরেও ফোকাস করা হবে। এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা উৎকর্ষ শর্মা।

স্বাধীনতা দিবসের মরসুমে আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘গদর ২’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিং। আর তাতেই মোটা টাকা আয় করে ফেলেছে সানি-আমিশার সিনেমা। অগ্রিম বুকিংয়ে দর্শকদের ক্রেজ দেখে সিনেবিশেষজ্ঞদের মত, চলতি বছরের অন্যতম হিট সিনেমা ‘পাঠান’কে টেক্কা দিতে চলেছে ‘গদর ২’।

আরও পড়ুনঃ চুপিসারে সাত পাক ঘুরে ফেললেন ‘পুষ্পা’র শ্রীভল্লি! ফাঁস স্বামীর নাম সহ আসল পরিচয়

Gadar 2, Gadar 2 advance booking

আরও পড়ুনঃ সুচিত্রা সেনের খোলা পিঠে চুমু! ‘মহানায়িকা’কে আজও ভুলতে পারেননি বলিউড সুপারস্টার ধর্মেন্দ্র

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারের কাছাকাছি টিকিট বিক্রি হয়ে গিয়েছে ‘গদর ২’র। চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই অঙ্কটা ২ লাখ পেরিয়ে যাবে। অনেকে এও বলছেন, রিলিজের দিনই প্রায়ই ২৫ কোটি টাকা আয় করে ফেলবে ‘গদর ২’।

প্রসঙ্গত, ব্লকবাস্টার ‘গদর’র সিক্যুয়েল পরিচালনা করেছেন অনিল শর্মা। মেগা বাজেট এই ছবিতে সানি, আমিশা, উৎকর্ষ ছাড়াও অভিনয় করেছেন মনীশ ওয়াধওয়া, গৌরব চোপড়ার মতো তারকারা। আগামী ১১ আগস্ট অক্ষয় কুমারের ‘ওহ মাই গড ২’র সঙ্গে রিলিজ করবে এই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥