• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুপিসারে সাত পাক ঘুরে ফেললেন ‘পুষ্পা’র শ্রীভল্লি! ফাঁস স্বামীর নাম সহ আসল পরিচয়

Published on:

South Indian actress Rashmika Mandanna opens up about her secret marriage and husband name

Rashmika Mandana Husband Name : দক্ষিণী সুন্দরী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) ভারতের ‘ন্যাশানাল ক্রাশ’। শুধুমাত্র দক্ষিণ ভারতেই নয়, গোটা দেশে কোটি কোটি অনুরাগী রয়েছে তাঁর। ইতিমধ্যেই বলিউডেও (Bollywood) কাজ করে ফেলেছেন তিনি। অগুনতি পুরুষের হার্টথ্রব রশ্মিকা। তাই স্বাভাবিকভাবেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের আগ্রহ প্রচুর। তবে সম্প্রতি এই নায়িকাই জানান, তিনি বিয়ে (Marriage) করে নিয়েছেন। এমনকি নিজের স্বামীর নাম-পরিচয়ও ফাঁস করেছেন ‘পুষ্পা’র শ্রীভল্লি।

অতীতে রশ্মিকার সঙ্গে প্রচুর দক্ষিণ ভারতীয় তারকার নাম জড়িয়েছে। কেরিয়ারের শুরুর দিকে রক্ষিত শেট্টির (Rakshit Shetty) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। বাগদান অবধি গড়িয়েছিল সেই সম্পর্ক। শোনা গিয়েছিল বিয়ের গুঞ্জনও। কিন্তু আচমকা সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর গুঞ্জন শোনা যেতে থাকে, বিজয় দেবরাকোন্ডার (Vijay Devarakonda) সঙ্গে প্রেম করছেন রশ্মিকা। কিন্তু শুনলে অবাক হবেন, রশ্মিকা কিন্তু চর্চিত প্রেমিক বিজয়কে বিয়ে করেননি। চুপিচুপি কার সঙ্গে নায়িকা (South Indian Actress) সাত পাক ঘুরেছেন জানেন?

Rashmika Mandanna, Rashmika Mandanna marriage, Rashmika Mandanna husband

শীঘ্রই রশ্মিকাকে একটি বলিউড সিনেমায় দেখা যাবে। পরিচালক সন্দীপ রেড্ডির ‘অ্যানিমাল’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। বলিউডে নিজের দ্বিতীয় ছবি রিলিজের আগে অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রশ্মিকা। সেখানে অভিনেত্রীকে তাঁর প্রেম, বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তখনই ‘পুষ্পা’ (Pushpa: The Rise) নায়িকা জানান, তাঁর বিয়ে হয়ে গিয়েছে।

রশ্মিকার বিয়ে হয়ে গিয়েছে শুনে বেশ চমকে ওঠেন প্রত্যেকে। এরপর সবাইকে আরও চমকে নিজের স্বামীর নাম-পরিচয় ফাঁস করেন অভিনেত্রী। তিনি বলেন, তাঁর স্বামীর নাম হল নারুতো উজুমাকি। বিখ্যাত এই কার্টুন চরিত্রকেই নাকি গোপনে বিয়ে করেছেন দক্ষিণী সুন্দরী। তাঁর এই জবাব শুনে আরও অবাক হয়ে যান প্রত্যেকে।

আরও পড়ুনঃ বউয়ের চোখে ধুলো দিয়ে রেখাকে নিয়ে বাংলোয় অমিতাভ! স্বামীকে হাতেনাতে ধরেছিলেন জয়া

Rashmika Mandanna, Rashmika Mandanna marriage, Rashmika Mandanna husband

আরও পড়ুনঃ জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়, তবে বাংলা অন্ত প্রাণ! ঊষা উত্থুপ কেন ‘ক’ লেখা টিপ পড়েন জানেন?

এরপর রশ্মিকা আরও বলেন, তাঁর গোটা হৃদয় জুড়ে রয়েছে নারুতো। সেই সঙ্গেই বেগুনি চুলের হিনাটা চরিত্রের মতো হওয়ার ইচ্ছাপ্রকাশও করেন তিনি। উল্লেখ্য, জনপ্রিয় এই জাপানি অ্যানিমেটেড সিরিজ এখন নেটফ্লিক্সে সম্প্রচার করা হচ্ছে। ভারত সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এর জনপ্রিয়তা।

অপরদিকে রশ্মিকার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কাটাছেঁড়া হয়েছে। রক্ষিতের সঙ্গে বাগদান ভাঙার পর বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। কয়েকমাস আগে এও শোনা গিয়েছিল, দু’জনের নাকি ব্রেক আপ হয়ে গিয়েছে। বিজয়কে ছেড়ে আর এক দক্ষিণী অভিনেতাকে মন দিয়েছেন নায়িকা। তবে সম্প্রতি বিজয়-রশ্মিকার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সেই জল্পনায় ইতি পড়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥