• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলিয়ার নায়ক থেকে স্বস্তিকার সাথে রোম্যান্স! প্রথম বাংলা সিনেমার অভিজ্ঞতা জানালেন শান্তনু

Updated on:

Shantanu Maheshwari opens up about his first ever experience in bengali cinema

হিন্দি সিনেমা এবং সিরিয়ালের জগতে বেশ পরিচিত মুখ হলেন বাংলার ছেলে তথা জনপ্রিয় অভিনেতা শান্তনু মহেশ্বরী (Shantanu Maheshwari)। দীর্ঘদিনের কেরিয়ারে অবশেষে প্রথমবার বাংলা সিনেমায় (Bengali Cinema) ডেবিউ করছেন শান্তনু। অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও দারুন জনপ্রিয় তিনি। হিন্দি টেলিভিশনে তার জনপ্রিয় সিরিয়াল ‘দিল দোন্তি ডান্স’ আজও ভোলেননি সিরিয়াল প্রেমীরা।

কিছুদিন আগে বলিউডেও নিজের সফর শুরু করেছিলেন শান্তনু। ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’ সিনেমায় বলিউড (Bollywood) ডিভা আলিয়া ভাটের (Alia Bhatt) নায়ক হয়েছিলেন তিনি। এই সিনেমায় আলিয়ার বিপরীতে অভিনয় করে নজর করেছিলেন শান্তনু।  আর এবার আসন্ন বাংলা সিনেমা চালচিত্রের হাত ধরেই তিনি ডেবিউ করতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। সদ্য প্রকাশ্যে এসেছে শান্তনুর এই আসন্ন বাংলা সিনেমার মোশন পোস্টার।

বলিউড,Bollywood,আলিয়া ভাট,Alia Bhatt,শান্তনু মহেশ্বরী,Shantanu Maheshwari,বাংলা সিনেমা,Bengali Cinema,চালচিত্র,Chalchitra,স্বস্তিকা দত্ত,Swastika,Dutta

সদ্য সোশ্যাল মিডিয়ায় আসন্ন সিনেমার মোশন পোস্টের শেয়ার করে নিয়ে বাংলা হরফে শান্তনু লিখেছিলেন ‘গল্প হলেও সত্যি, মিথ্যের ছাঁচ ভর্তি, পুরোনো সুরে নতুন গান,রাজা হবে খান খান।’ সেইসাথে তিনি জানিয়েছিলেন বাংলা সিনেমায় প্রথম কাজ নিয়ে তিনি ‘অত্যন্ত উত্তেজিত’ কলকাতা এবং পার্শ্ববর্তী একাধিক অঞ্চলে চলছে এই সিনেমার শুটিং।

আরও পড়ুনঃ সহ্যই করতে পারতেন না! এতদিনে ফাঁস হল দেবশ্রীর শতাব্দীকে দুচোখের বিষ মনে করার কারণ

এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন অভিনেতা। সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতার সাথে আড্ডায় বসে ছিলেন অভিনেতা। সেখানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এর সাথে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে বাংলার জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তর (Swastika Dutta) সাথে কাজ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন শান্তনু। ভাঙা বাংলায় তাঁর কথা শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ পুরো পুজো জমজমাট! একেরপর এক ধামাকা সিনেমা থেকে ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে OTTতে, রইল তালিকা


এদিনের আড্ডার ফাঁকে শান্তনু জানান আলিয়া ভাটের সাথে কাজ করতে কখনো তার টেনশন হয়নি। আলিয়ার  ঢালাও প্রশংসা করে শান্তনু বলেন আলিয়া কখনও  শো অফ করে না। তাই ওর সাথে কাজ করতে আরো বেশি সুবিধা হয়ে। শান্তনুর কথায় তাঁর মধ্যে কোন সেলিব্রেটি সুলভ ভাব নেই। মানসিকভাবে কোন চাপ না থাকায় আলিয়ার সাথে কাজ করতে কোন অসুবিধা হয় না বলে জানিয়েছেন শান্তনু।

আর বাংলার অভিনেতাদের সাথে কাজ করার প্রসঙ্গে শান্তনু বলেছেন ‘ফাটাফাটি।’ শান্তনুর নাচ নিয়ে নতুন করে কাউকে আর কিছু বলার নেই।  এই সিনেমাতেও তাঁর  নাচ দেখতে পাবেন দর্শক। এদিন জানা গেল শান্তনুর সাথে নাচ করতে হবে শুনে প্রথমেই বেশ ভয় পেয়ে গিয়েছিলেন স্বস্তিকা।

শান্তনুর মতো ডান্সার সাথে নাচ করার কথা শুনে তিনি নাকি শুটিং ছেড়ে পালাতে চেয়েছিলেন।  তবে সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে এখনই একটা শব্দও খরচ করতে নারাজ শান্তনু। এদিন শান্তনুর মুখে বাংলা শুনে তাঁর অসংখ্য মহিলা অনুরাগী বলেছেন তাঁকে কিউট লাগছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥