• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর হলে দেখতে যাবে না কেউ! রিলিজের দিনেই অনলাইনে ফাঁস ‘জওয়ান’, মাথায় হাত শাহরুখের

Published on:

Shah Rukh Khan’s Jawan leaked online on the day of its release

দীর্ঘ অপেক্ষা শেষে বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে রিলিজ করেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan)বলিউড (Bollywood) ‘বাদশা’র কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া ছবি এটি। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির ‘লেডি সুপারস্টার’ নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) সহ একাধিক তারকা। কিন্তু রিলিজের দিনই চরম ক্ষতির মুখে পড়ল ছবির ব্যবসা!

‘জওয়ান’ রিলিজের আগে থেকেই দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে ক্রেজ ছিল দেখার মতো। অনেক সিনে বিশেষজ্ঞই বলেছিলেন, ১০০০ কোটির ‘পাঠানকে টপকে যাবে এই সিনেমা। প্রথম দিন বেশিরভাগ সিনেমাহল হাউসফুল হয়েছে। কিন্তু দ্বিতীয় দিন থেকে চিত্রটা বদলে যেতে পারে। কারণ রিলিজের দিনই অনলাইনে (Online) ফাঁস (Leak) হয়ে গিয়েছে শাহরুখের ছবি।

Shahrukh Khan Jawan Trailer launched and became instant hit, Jawan leaked online

জানা গিয়েছে, টরেন্ট, টেলিগ্রাম সহ বেশ কিছু ওয়েবসাইটে ফ্রিতে ডাউনলোড করা যাচ্ছে ‘জওয়ান’। যে কারণে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারে ছবির বক্স অফিস কালেকশন। সম্প্রতি নেটপাড়ায় এই নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন শাহরুখ অনুরাগীরা।

আরও পড়ুনঃ ‘জওয়ান’ রিলিজ হতেই পর হল ছেলে! শাহরুখকে বুকে টেনে ভালোবাসায় ভরালেন ধর্মেন্দ্র

একজন যেমন টুইটারে লিখেছেন, ‘শাহরুখ খান, খুব খারাপ হল। কেউ আপনার নতুন সিনেমা ‘জওয়ান’ লিক করে দিয়েছে। ছবির বক্স অফিস কালেকশন এবং রেকর্ডের দিক থেকে এটা ভীষণ খারাপ। কিছু একটা করুন প্লিজ। এখন ইন্টারনেটে ফ্রিতে দেখতে পাওয়া যাচ্ছে ‘জওয়ান’।

আরও পড়ুনঃ ইন্ডিয়া নয় ভারতের আসল হিরোর কাহিনী, রিলিজের আগে ছবির নাম পাল্টে বিতর্কে অক্ষয় কুমার

Jawan trailer, Shah Rukh Khan in Jawan, Jawan leaked online

আর একজন নেটিজেন আবার শাহরুখের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও নিজের টুইটে ট্যাগ করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তি লিখেছেন, ‘আপনি কেমন আইন তৈরি করেছেন? এখন কেউ সেই আইন মানছে না। ‘জওয়ান’ আজই রিলিজ করেছে। আর কিছু সময়ের মধ্যেই সেই সিনেমা অনলাইনে লিক হয়ে গিয়েছে। অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে’।

প্রসঙ্গত, দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছর ‘পাঠান’র হাত ধরে কামব্যাক করেছেন শাহরুখ। সেই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। প্রায় ১০০০ কোটি ব্যবসা করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সেই সিনেমা। ‘জওয়ান’র থেকেও এমন রেকর্ড ব্রেকিং পারফরম্যান্সই আশা করা হচ্ছিল। কিন্তু রিলিজের দিনই অনলাইনে ফাঁস হয়ে গেল এই ছবি। এবার দেখা যাক, শাহরুখের ছবি এই ধাক্কা কাটিয়ে উঠতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥