• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইন্ডিয়া নয় ভারতের আসল হিরোর কাহিনী, রিলিজের আগে ছবির নাম পাল্টে বিতর্কে অক্ষয় কুমার

Akshay Kumar changes Mission Raniganj Tagling Controversy : সম্প্রতিকালে যে বিষয় সোশ্যাল মিডিয়াতে (Social Media) হট টপিকে পরিণত হয়েছে সেটা হল দেশের নাম। হ্যাঁ ইন্ডিয়া থেকে নাকি দেশের নাম পাল্টে ভারত (India Vs Bharat) হতে চলেছে। এবার সেই বিতর্কের মাঝেই নিজের আসন্ন ছবির নামের ট্যাগ লাইন বদলে ফেললেন অক্ষয় কুমার (Akshay Kumar)

গতকাল নতুন ট্যাগ লাইনের সাথে ছবি পোস্টের শেয়ার করেছেন অক্ষয় কুমার। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে চড়চড় বিষয় হয়ে গিয়েছে। ‘মিশন রানীগঞ্জ’ (Mission Raniganj) নামের ছবিটি আসলে একটি বাস্তব ঘটনার ওপর আধারিত। যেখানে মাটির ৩৫০ ফুট নিচে আটকে যাওয়া ৬৫ জন মানুষকে উদ্ধারের কাহিনী সবার সামনে তুলে ধরবে।

   

Akshay Kumar Mission Raniganj The Great Bharat Rescue movie tagline

এর আগে ছবির নামের সাথে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ (The Great Indian Rescue) থাকলেও বর্তমানে সেটা পাল্টে ‘দ্য গ্রেট ভারত রেসকিউ’ (The Great Bharat Rescue) করে দেওয়া হয়েছে। যা ইন্ডিয়া বনাম ভারত বিতর্কে রীতিমত ঘি ঢেলেছে। ভাইরাল হওয়ার পর থেকেই মোশন পোস্টারের নিচে নেটিজেনরা নিজেদের নানা মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ শুরুতেই চমকে দিল লাভ বিয়ে আজকাল, চিন্তায় দীপা-জগদ্ধাত্রী! জন্মাষ্টমীতে ওলটপালট TRP তালিকা

কারোর মতে, ‘এখানেও ভারত’, কেউ আবার লিখলেন, ‘ইন্ডিয়া ভারত হয়ে গেল?’ আবার কেউ লিখেছেন, ‘এত মিশন আদৌ হয়েছে যতগুলো সিনেমা অক্ষয় কুমার বানিয়েছে’? আবার কেউ কমেন্ট করেছেন, ‘চান্দ্রযান ৩ কবে রিলিজ হচ্ছে’! তবে এই নিয়ে বিতর্ক হলেও কেন হটাৎ নামের এই বদল হল সে সম্পর্কে এপর্যন্ত মুখ খোলেননি অক্ষয় কুমার।

আরও পড়ুনঃ অনাথ শিশুকে দত্তক নিয়ে মানুষ করেছেন সন্তানস্নেহে, সত্যিই বড় মনের মানুষ এই ৮ বলিউড তারকা

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

অবশ্য অক্ষয় প্রথম নন, কিছুদিন আগে অমিতাভ বচ্চনও নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন সেখানে ভারত ব্যবহার করতেই নেটিজেনদের নজরে পড়েছিল বিষয়টি। আসলে এর সূত্রপাত জি২০ সামিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণপত্র নিয়ে। যেখানে ইন্ডিয়ার বদলে রিপাবলিক অফ ভারত লেখা ছিল। এবং সেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে।

প্রসঙ্গত, বলিউডে একাধিক সুপারহিট ছবি দিলেও অক্ষয় কুমার কিন্তু আদতে ভারতীয় ছিলেন না। কানাডা থেকে ভারতে এসে বি টাউনে ব্যাপক সাফল্য পান তিনি। কিন্তু নাগরিকত্ব না থাকায় অনেকেই তাকে ‘কানাডা কুমার’ বলে কটাক্ষ করতেই। তবে এবছর স্বাধীনতা দিবসে সেই তকমা ঘুচেছে। ভারতের নাগরিকত্ব পেয়েছেন অক্ষয় কুমার।