• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাথায় গুরুতর আঘাত, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে সঞ্জয় দত্ত! খবর আসতেই চিন্তায় ভক্তরা

Bollywood Actor Sanjay Dutt Hospitalised : বলিউড (Bollywood) সুপারস্টার সঞ্জয় দত্ত (Sanjay Dutt) আস্তে আস্তে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের পসার জমাচ্ছেন। ‘কেজিএফ ২’র সাফল্য অভিনেতার কেরিয়ারে অন্য মাত্র যোগ করেছে। একের পর এক সাউথের সিনেমায় কাস্ট করা হচ্ছে তাঁকে। তবে এবার এমনই একটি দক্ষিণী ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত (Injured) হলেন অভিনেতা।

কোন ছবির শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন সঞ্জয় দত্ত?

   

সঞ্জয় দত্তের হাতে এই মুহূর্তে দক্ষিণের তিনটি বিগ বাজেট সিনেমা রয়েছে। ‘লিও’, ‘কেডি দ্য ডেভিল’ এবং ‘ডাবল ইস্মার্ট’ (Double Ismart) ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এই মুহূর্তে ‘ডাবল ইস্মার্ট’ ছবির শ্যুটিং চলছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, এই ছবির শ্যুটিং (Shooting) চলাকালীনই গুরুতর আহত হয়েছেন অভিনেতা।

Sanjay Dutt, Sanjay Dutt injured

কীভাবে চোট পেলেন সঞ্জয়?

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে সঞ্জয় দত্তের আহত হওয়ার খবর প্রথম পাওয়া যায়। এরপর থেকে এই খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া সহ সকল সংবাদমাধ্যম। একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত সপ্তাহে একটি লড়াইয়ের দৃশ্যের শ্যুটিং করছিলেন সঞ্জয়। সেখানে তলোয়ার নিয়ে লড়াই করার একটি দৃশ্য ছিল। সেই দৃশ্য শ্যুট করার সময়েই ভুলবশত অভিনেতার মাথায় আঘাত লেগে যায়।

আরও পড়ুনঃ বীর স্বাধীনতা সংগ্রামীদের সত্য ঘটনা নিয়ে তৈরী, রইল বলিউডের সেরা ৫ দেশপ্রেমমূলক ছবি

এখন কেমন আছেন ‘মুন্নাভাই’?

জানা গিয়েছে, আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতার অস্ত্রোপচার করা হয়। বেশ কয়েকটি সেলাইও পড়েছে। অভিনেতার চিকিৎসা সুষ্টুভাবে সম্পন্ন হয়েছেন। চিকিৎসা করার পর সময়মতো সঞ্জয় সেটে ফিরে আসেন বলেও খবর। অর্থাৎ তাঁর অনুরাগীদের চিন্তা করার কিছু নেই। পর্দার ‘মুন্নাভাই’ এখন ভালো আছেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ শুধু নয় ‘গদর ২’, বক্স অফিসে ঝড় তোলা সানি দেওলের এই ৫ সিনেমা না দেখে থাকলে চরম মিস!

Sanjay Dutt, Sanjay Dutt injured

এর আগেও শ্যুটিং চলাকালীন আহত হয়েছিল সঞ্জয়!

কয়েক মাস আগেও একটি কন্নড় ছবির শ্যুটিং চলাকালীন সঞ্জয় আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। জানা গিয়েছিল, সেটে বোমা বিস্ফোরণের দৃশ্যের শ্যুটিং করার সময় বিপত্তি ঘটে। তখনই গুরুতর আহত হন অভিনেতা। তবে অভিনেতা বেশ অনেকদিন আগেই সেই চোট কাটিয়ে উঠেছেন। কিন্তু ফের আবার সঞ্জয় দুর্ঘটনার কবলে পড়ায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর বহু অনুরাগী। সকলের এখন একটাই প্রার্থনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সঞ্জয়।