• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বীর স্বাধীনতা সংগ্রামীদের সত্য ঘটনা নিয়ে তৈরী, রইল বলিউডের সেরা ৫ দেশপ্রেমমূলক ছবি

Updated on:

Freedom Fighter,Bollywood,Movie,Manikarnika The Queen Of Jhansi,Sardar Udham,Swatantra Veer Savarkar,Mangal Pandey The Rising,The Legend Of Bhagat Singh,Bollywood movie,Entertainment,Entertainment news,Bollywood news,Bangla khobor,স্বাধীনতা সংগ্রামী,বলিউড,সিনেমা,মণিকর্ণিকা দ্য ক্যুইন অফ ঝাঁসি,সর্দার উধম,স্বতন্ত্র বীর সাভারকর,মঙ্গল পাণ্ডে দ্য রাইসিং,দ্য লেজেন্ড অফ ভগৎ সিং,বলিউড সিনেমা,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Bollywood movies based on Freedom Fighters,স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তৈরি বলিউড সিনেমা

Best Movies to watch on Independence Day : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ৭৭তম স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপনে মাতবে গোটা দেশ। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর (Freedom Fighter) লড়াইয়ের পর এই দিন দেখেছে ভারত। দেশের স্বাধীনতার জন্য যে কত বীরপুত্র এবং অগ্নিকন্যা নিজের প্রাণ দিয়েছে তা গুনে শেষ করা দায়। এমন অনেকের জীবন নিয়ে বলিউডে ছবিও (Bollywood Movie) তৈরি হয়েছে। যেগুলি দেখতে বসে কখনও গায়ে কাঁটা দিয়েছে দর্শকদের, কখনও আবার দু’চোখ বেয়ে নেমে এসেছে অশ্রুধারা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে চলুন দেখে নেওয়া যাক এমনই ৫ ছবির নাম।

দ্য লেজেন্ড অফ ভগৎ সিং (The Legend Of Bhagat Singh): ভারতের বীরপুত্র ভগৎ সিংয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই সিনেমা। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি পরিচালনা করেছিলেন রাজকুমার সন্তোষী। ভগত সিংয়ের চরিত্রে দেখা গিয়েছিল অজয় দেবগণকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন অমৃতা রাও, সুশান্ত সিং, রাজ বব্বরের মতো তারকাদের।

The Legend Of Bhagat Singh, Bollywood movies based on freedom fighters

মঙ্গল পাণ্ডেঃ দ্য রাইসিং (Mangal Pandey: The Rising): স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জীবনের ওপর নির্মিত এই ছবিটি রিলিজ করেছিল ২০০৫ সালে। পরিচালনা করেছিলেন কেতন মেহতা। মঙ্গল পাণ্ডের চরিত্রে তাক লাগানো অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা গিয়েছিল রানী মুখার্জি, আমিশা পটেল, কিরণ খেরের মতো তারকাদের।

আরও পড়ুনঃ শুধু নয় ‘গদর ২’, বক্স অফিসে ঝড় তোলা সানি দেওলের এই ৫ সিনেমা না দেখে থাকলে চরম মিস!

Mangal Pandey The Rising, Bollywood movies based on freedom fighters

স্বতন্ত্র বীর সাভারকার (Swatantra Veer Savarkar): রণদীপ হুডার কেরিয়ারের অন্যতম মাইলফলক এই ছবিটি। চলতি বছর মে মাসে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে এই সিনেমা। বীর সাভারকারের চরিত্রে তুখোড় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন রণদীপ হুডা।

আরও পড়ুনঃ সাউথকে টেক্কা দিতে এবার টলিউডে ‘বাহুবলী’! দেবসেনা-বাহুবলীর চরিত্রে কারা? প্রকাশ্যে ফার্স্ট লুক

Swatantrya Veer Savarkar, Swatantrya Veer Savarkar teaser

মণিকর্ণিকাঃ দ্য ক্যুইন অফ ঝাঁসি (Manikarnika The Queen Of Jhansi): ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জীবনের ওপর আধারিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, ছবিটি সহ পরিচালনাও করেছিলেন তিনি। সুপারহিট এই ছবিতে রানী লক্ষ্মীবাঈয়ের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন বঙ্গ তনয় যীশু সেনগুপ্ত। এছাড়াও অন্যান্য নানান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল ড্যানি ডেনজোংপা, অঙ্কিতা লোখান্ডে, অতুন কুলকার্নির মতো তারকাদের।

Manikarnika The Queen Of Jhansi, Bollywood movies based on freedom fighters

সর্দার উধম (Sardar Udham): ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’ও স্থান করে নিয়েছে এই তালিকায়। অভিনেতার কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি এটি।

Sardar Udham, Bollywood movies based on freedom fighters

২০২১ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল এই সিনেমা। পরিচালনা করেছিলন সুজিত সরকার। ভিকি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন অমোল পরাশর, বনিতা সান্ধুর মতো তারকারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥