Sunny Deol Blockbuster Movies : নব্বইয়ের দশকে বলিউডের ‘অ্যাকশন হিরো’ বলা হতো সানি দেওলকে (Sunny Deol)। সেই সময় সানির ছবি (Movie) রিলিজ মানেই বক্স অফিসে ঝড় ওঠা ছিল গ্যারান্টেড। রোম্যান্স হোক বা অ্যাকশন- সব ঘরানারা ছবিতেই ধর্মেন্দ্রর ছেলে ছিলেন পারদর্শী। আজ ৩০ বছর পরেও বক্স অফিসে সানির জাদু ফিকে হয়নি। রমরমিয়ে চলছে ‘গদর ২’ (Gadar 2)। আজকের প্রতিবেদনে বি টাউনের (Bollywood) এই সুপারস্টারের এমন ৫ ব্লকবাস্টার ছবির নাম তুলে ধরা হল যা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই ছবিগুলির হাত ধরেই ‘স্টার’ থেকে ‘সুপারস্টার’ হয়েছিলেন সানি। চলুন দেখে নেওয়া যাক সেই ৫ সিনেমার নাম।
জিদ্দি (Ziddi) : ১৯৯৭ সালে রিলিজ করেছিল এই সিনেমা। এই ছবিতে সানির বিপরীতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে। বক্স অফিসে ঝড় তুলেছিল এই সিনেমা। সেই বছর মুক্তিপ্রাপ্ত ষষ্ট সবচেয়ে ব্যবসাসফল ছবির শিরোপা আদায় করে নিয়েছিল ‘জিদ্দি’।
অর্জুন পণ্ডিত (Arjun Pandit)- সানি দেওলের এই ছবির নাম আজও সিনেপ্রেমী মানুষদের মুখে শোনা যায়। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিকে বলিউডের ইতিহাসের সেরা অ্যাকশন-ক্রাইমধর্মী ছবিগুলির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। ১৯৯৫ সালে রিলিজ করা কন্নড় সিনেমা ‘ওম’র হিন্দি রিমেক ছিল এটি। যার বক্স অফিস কালেকশন সেই বছর ছিল সবার সেরা।
কহর (Qahar) : রাজকুমার কোহলি পরিচালিত এই সিনেমা ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল। ছবিতে সানি ছাড়াও অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, সোনালি বেন্দ্রে, আরমান কোহলি, দীপ্তি ভাটনাগরের মতো তারকারা। ধামাকেদার বক্স অফিস কালেকশন করে একাধিক রেকর্ড গড়েছিল এই ছবি।
জিত (Jeet) : মাল্টিস্টারার এই সিনেমা ১৯৯৬ সালে রিলিজ করেছিল। সেই বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি ছিল এটি। সানি দেওল ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন সলমন খান, করিশ্মা কাপুর, অমরীশ পুরীর মতো তারকারা।
ঘাতক (Ghatak) : ১৯৯৬ সালেই রিলিজ করেছিল সানি দেওল অভিনীত ‘ঘাতক’ ছবিটি। এই সিনেমাটিকেও সানির কেরিয়ারের মোড় ঘোরানো ছবিগুলির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়।
‘ঘাতক’ ছবিটি দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল, যে কারণে ফুলেফেঁপে উঠেছিল এর বক্স অফিস কালেকশনও। ব্লকবাস্টার এই সিনেমায় সানি ছাড়াও অভিনয় করেছিলেন অমরীশ পুরী, মীনাক্ষী শেষাদ্রি, ড্যানি ডেনজোংপার মতো তারকারা।