• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সমাজের জন্য ক্ষতিকারক! ‘কেরালা স্টোরি-গদর ২’র সাফল্য সত্ত্বেও বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) এবং ‘গদর ২’ (Gadar 2) এমন দুই সিনেমা যা নিয়ে চর্চা-বিতর্কের শেষ নেই। নিন্দুকদের তীব্র সমালোচনার মুখোমুখি হয়েও বক্স অফিসে ঝড় তুলেছিল এই দুই ছবি। সম্প্রতি এই দুই সিনেমা নিয়ে নিজের বক্তব্য পেশ করেন বলিউডের (Bollywood) বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। রাখঢাক না করেই অভিনেতা বলেন, এই ধরণের ছবি নিয়ে মাতামাতি করাটা তাঁর বেশ বিরক্তিকর লাগে।

গত আগস্ট মাসে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে সানি দেওলের (Sunny Deol) ‘গদর ২’। কয়েক সপ্তাহের মধ্যেই ৫০০ কোটি টাকা আয় করে ফেলেছে এই সিনেমা। অপরদিকে ‘দ্য কেরালা স্টোরি’ও বক্স অফিসে ঝড় তুলেছিল। দেশের বহু রাজ্যে এই ছবি বয়কটের ডাক উঠেছিল। কিন্তু তা সত্ত্বেও ‘দ্য কেরালা স্টোরি’র বিজয়রথ থামানো যায়নি।

   

The Kerala Story and Gadar 2

তবে বক্স অফিসে সফল হলেও ‘দ্য কেরালা স্টোরি’ এবং ‘গদর ২’র সাফল্যে খুশি নন দর্শকদের একটি বিরাট অংশ। সেই তালিকায় নাম রয়েছে নাসিরুদ্দিনেরও। সম্প্রতি অভিনেতা যেমন এই দুই সিনেমা প্রসঙ্গে বলেন, ‘এত বাজে সিনেমা বানানোর ধাক্কা কাটিয়ে উঠছিলাম। আমি শুধু এটুকু ভেবেছিলাম যে আমি সব সেরা অভিনেতাদের যদি একত্রিত করি, তাহলে তাঁরা ভালো করবেন’।

আরও পড়ুনঃ রঞ্জিত মল্লিকের নকল করে চাপকানো! জাওয়ানে শাহরুখ এর ফাইট সিন ফাঁস হতেই শোরগোল নেটপাড়ায়

পাশাপাশি বর্তমান সময়ের সিনেমার কনসেপ্ট নিয়েও কথা বলেন নাসিরুদ্দিন। অভিনেতা বলেন, ‘এখন আপনি যত বেশি উচ্ছৃঙ্খল হবেন, তত বেশি জনপ্রিয়তা পাবেন। কারণ এই দেশ তিনিই শাসন করছেন। নিজের দেশকে ভালোবাসা, ঢোল পিটিয়ে কাল্পনিক শত্রু তৈরি করা যথেষ্ট নয়। লোকে বুঝতে পারছে না তাঁরা যেটা করছেন সেটা যথেষ্ট ক্ষতিকর’।

আরও পড়ুনঃ জাওয়ানের রেকর্ড ভেঙে তৈরী হবে নতুন ইতিহাস! বলিউডকে হুঙ্কার দিয়ে প্রকাশ্যে ‘পুষ্পা ২’ রিলিজের দিনক্ষণ

Naseeruddin Shah, Naseeruddin Shah on The Kerala Story and Gadar 2

এরপর ‘গদর ২’, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মুখ খোলেন বর্ষীয়ান অভিনেতা। নাসিরুদ্দিন স্পষ্ট বলেন, ‘আমি সত্যি ‘গদর ২’, ‘দ্য কেরালা স্টোরি’র মতো ছবি দেখিনি। এটা খুব বিরক্তিকর যে ‘দ্য কাশ্মীর ফাইলস’র মতো ছবি এত জনপ্রিয়। যেখানে অনুভব সিনহা, সুধীর মিশ্রা, হনসল মেহতাদের বানানো ছবিগুলি, যা তাদের সময়কার সত্য তুলে ধরার চেষ্টা করছে, দেখা যায় না। এটা উদ্বেগজনক চলচ্চিত্র নির্মাতারা এমন সিনেমা তৈরি করছেন যেখানে সম্পূর্ণ ভুল জিনিস মহিমান্বিত করা হচ্ছে এবং বাকি সম্প্রদায়কে নীচে করা হচ্ছে। এটি ভীষণ ভীতিজনক একটি প্রক্রিয়া’।

site